
আফ্রিকার দেশ নাইজারের দক্ষিণ-পূর্বাঞ্চলে ত্রাণ নিতে গিয়ে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৫ নারী ও পাঁচ শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে।
দেশটির প্রশাসন জানিয়েছে, সোমবার (১৭ ফেব্রুয়ারি) বর্ন প্রদেশের ডিফা শহরের একটি শরণার্থী শিবিরে খাবার, কাপড় ও নগদ অর্থ বিতরণকালে মর্মান্তিক এ ঘটনা ঘটে। খবর ‘আল-জাজিরা’।
জানা গেছে, নাইজারের বর্ণ রাজ্যের গভর্নর এলাকাটির শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করতে গিয়ে ত্রাণ বিতরণের উদ্যোগ নেন। ত্রাণ বিতরণের জন্য স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের দরজা খোলার পর সেখানে প্রচুর শরণার্থী ভিড় জমায়।
ত্রাণ বিতরণকালে হঠাৎ অপেক্ষমান নারী-পুরুষদের আগে যাওয়া নিয়ে হুড়োহুড়ি শুরু হয়। এতে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাঠকের মতামত