
আজাদী::
চলাচলের অনুপযোগী সড়ক দেখে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাংসদ আব্দুর রহমান বদির উপর চটেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়ক দিয়ে ঘূর্ণিঝড় ‘মোরায়’ ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়ার সময় মন্ত্রী বলনে, ‘দুই দুইবার এমপি হইলা। কিন্তু এটুকু সামান্য সড়ক ঠিক করতে পারলা না। জনগণের এই ভোগান্তির জন্য তোমার শিক্ষা পাওয়া উচিত। তোমাকে আগামীবার নমিনেশন দেওয়া হবে না। তুমার জন্য সুপারিশও করবো না ’ ২০০৮ সালে প্রথমবার আওয়ামী লীগ থেকে এমপি হন বদি। ২০১৪ সালেও তাকে নমিনেশন দেয় আওয়ামীলীগ। দুর্নীতির এক মামলায় গতবছর ক্ষমতাসীন দলের এই এমপিকে তিন বছরের কারাদণ্ড দেয় ঢাকার একটি আদালত। ওই মামলা বর্তমানে হাই কোর্টে বিচারাধীন রয়েছে।
বদির নির্বাচনী এলাকা টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে আছে ৫ বছর ধরে। ওই রাস্তা দিয়ে হেঁটে ওবায়দুল কাদের ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন ও ত্রাণ বিতরণ র্কাযক্রমে অংশ নেন। টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল বশর বলেন, ‘মন্ত্রী ওবায়দুল কাদের হেঁটে যাওয়ার সময় রাস্তার বেহাল অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন। মন্ত্রী এমপি বদিকে মতলবি কাজকারবার বাদ দেওয়ারও তাগিদ দেন।
–
পাঠকের মতামত