প্রকাশিত: ১১/১০/২০১৬ ৬:৫৯ এএম

porএ সময়ের শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী পড়শী। সম্প্রতি তিনি নতুন একটি সিদ্ধান্ত নিয়েছেন। আর তা হলো, এবার তিনি মাত্র তিনটি গান নিয়ে তার নতুন অ্যালবাম প্রকাশ করবেন। ইতিমধ্যে নতুন একাধিক গান করেছেন পড়শী। আরিফিন রুমি, নাভিদ ও জুয়েলের সুরে কয়েকটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন এ তারকা।

তবে আগের অ্যালবামগুলোর মতো করে এগুলো প্রকাশ করবেন না। তিনটি গান নিয়ে এবারের অ্যালবামটি সাজাচ্ছেন পড়শী। মূলত সব গানের প্রচারণা সমানভাবে সম্ভব হয় না বলেই ৮-১০টি গান নিয়ে অ্যালবাম করবেন না তিনি। এদিকে যে তিনটি গান করবেন সেখানেও অন্যরকম পড়শীকে আবিষ্কার করতে পারবেন শ্রোতারা।

এ প্রসঙ্গে পড়শী বলেন, ‘স্টেজ শোর ব্যস্ততার মধ্যে দিয়েই নতুন গানের কাজ করছি। এরই মধ্যে কয়েকটি গানের কাজ শেষ করেছি। এবার তিনটি গান দিয়ে অ্যালবাম করবো বলে ঠিক করেছি। এটা আমার নতুন সিদ্ধান্ত। তিনটি গান নিয়ে সাজানো ইপি বাইরের দেশে অনেক আগে থেকেই প্রকাশ হয়। ইতি মধ্যে আমাদের দেশেও সেই ট্রেন্ড শুরু হয়ে গেছে। নিজের মনের মতো কিছু গান নিয়েই ইপি প্রকাশ করবো। আমার বিশ্বাস গানগুলো ভালো লাগবে সবার।’

এদিকে পড়শী বর্তমানে চলচ্চিত্রের গান নিয়েও ব্যস্ত সময় পার করছেন। আর স্টেজ ব্যস্ততা তো রয়েছেই।

পাঠকের মতামত

নায়িকা নুসরাত ফারিয়া আটক

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার বিরুদ্ধে ২০২৪ সালের ...

সেলিব্রিটি ক্রিকেট লিগে অশ্লীলতা: লিগ্যাল নোটিশ পাঠালেন সুপ্রিম কোর্টের আইনজীবী

বিনোদন ও ক্রিকেটের সংমিশ্রণে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগ এবার মোড় নিয়েছে নতুন বিতর্কের। খেলার চেয়ে ...

বিয়ে করলেন জামিল-মুনমুন

বর-কনে রূপে ছবি পোস্ট করলেন অভিনয়শিল্পী জামিল-মুনমুন। বিয়ে করেছেন ছোট পর্দার এ দুই অভিনয়শিল্পী। ৬ ...