
উখিয়া নিউজ ডটকম::
প্রায় ৭লক্ষাধিক রোহিঙ্গা অধ্যুষিত জনপদ উখিয়ার মানচিত্র এখন বিশ্বে পরিচিত। রোহিঙ্গা ইস্যুকে সামনে রেখে এখানে প্রতিনিয়ত আসা-যাওয়া করছে দেশি-বিদেশী রাষ্ট্রীয় প্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। রোহিঙ্গাসহ সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যে বাহিনীকে বর্তমানে গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করছে তাদের ঠিকানাটি অস্থিত্বহীন হয়ে পড়েছে। লাকড়ি আর পরিত্যাক্ত ব্যানারে ঢাকা পড়েছে উখিয়া থানা পুলিশের সাইনবোর্ডটি। এ নিয়ে সচেতন মহলের মাঝে পুলিশের দায়িত্ব নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে।
কক্সবাজার থেকে ৩৩ কিলোমিটার দুরত্বে উখিয়া থানা সদরের সামনে শহীদ এটিএম জাফর আলম আরকান সড়কের পাশ ঘেষে উখিয়া থানা ও সহকারি পুলিশ সুপারের কার্যালয় লিখা সাইনবোর্ড খানা স্থাপন করা হয়েছিল দেশি-বিদেশী অতিথিদের থানার অবস্থান সম্পর্কে জানান দেওয়ার জন্য। সাইনবোর্ডের পাশেই অবস্থিত এক লাইব্রেরিয়ান হোসন আলী দুঃখ প্রকাশ করে বলেন, সাইনবোর্ড ঘিরে লাকড়ির বাজার ও পরিত্যাক্ত ব্যানার এবং ময়লা আবর্জনার কারনে পুলিশের দিক-নির্দেশনামূলক স্থাপন করা ওই সাইনবোর্ডটি এখন কারো নজরে পড়ছেনা। ফলে অধিকাংশ অচেনা,অজানা অতিথি ও শরনার্থী ক্যাম্প ভিত্তিক আসা ভিআইপি সমূহ থানার জানতে পথচারীদের সরণাপন্ন হতে হচ্ছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের বলেন, আসলে এটা আমি খেয়াল করিনি। এ ব্যাপারে এখনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পাঠকের মতামত