প্রকাশিত: ২২/০৩/২০১৮ ৮:৪৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৯ এএম

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সীমানা দেয়াল ভেদ করে ৪টি বন্য হাতি প্রবেশ করেছে। এনিয়ে পর্যটকদের মাঝে বিরাজ করে চরম আতংক। তবে ওইসময় অব্যাহত রাখেন সাফারি পার্কে প্রবেশের টিকেট বিক্রি। বুধবার দুপুরে সরেজমিনে এ চিত্র পাওয়া যায়।

সুত্রে জানায় সোমবার দলচ্যুত হয়ে চারটি বন্যহাতি পার্ক সিমানার দেয়াল ভেঙ্গে ভেতর প্রবেশ করে। পার্কের কর্মরত লোকজন হাতিগুলো দেখতে পেয়ে দর্শনার্থীসহ সকলের কাছে আতংক বিরাজ করে এবং দিকবিদিক ছুটতে থাকে। তাৎক্ষণিক রেঞ্জ কর্মকর্তাকে বিষয়টি অবগত করেন দায়িত্বরত কর্মচারীরা। রেঞ্জ কর্মকর্তা মোর্শেদুল আলম থেকে এ ব্যপারে জানতে গতকাল দুপুরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বন্যহাতি প্রবেশের বিষয় স্বীকার করেন তবে ওই হাতিগুলো পুনরায় বেরিয়ে গেছে বলে প্রতিবেদককে জানান। কিন্তু কিছুক্ষন পর বিকেল আড়াইটার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, পার্কের ভেতর লেক-এর পূর্ব প্রান্তে দু’টি বাচ্চাসহ চারটি বন্যহাতি অবস্থান করছে। এসময় পার্কের রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তাসহ অন্যান্য কর্মচারীরা হাতিগুলো দুর থেকে স্পষ্ট দেখতে পায়। খবর নিয়ে জানা গেছে, সম্পূর্ণ অনিয়মের মধ্য দিয়ে সাফারি পার্কের চতুর্দিক সীমানা দেওয়ালগুলো নির্মিত হয়। যার ফলে হাল্কা ধাক্কায় দেয়াল ভেঙ্গে চোর বা বন্যপ্রাণী প্রবেশে কোনপ্রকার বাধাপ্রাপ্ত হবে না। তবে গতকাল সন্ধ্যায় হাতিগুলো বেরিয়ে গেছে বলে নিশ্চিত করেন বিট কর্মকর্তা মুনিরুল ইসলাম। বিট কর্মকর্তা মাজাহরুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জরুরী কাজে ঢাকায় আছেন বলে জানায়।

পাঠকের মতামত