প্রকাশিত: ৩১/০৭/২০২১ ১০:৪১ এএম , আপডেট: ৩১/০৭/২০২১ ১০:৫২ এএম

বিনোদন ডেস্ক::
বর্তমান সময়ের মিডিয়ার জনপ্রিয় এক অনন্য প্রতিভাবান মুখ জয়নাল জ্যাক।প্রতিটি নাটকে একেক ধরনের কাজ করে জনপ্রিয়তা লাভ করেছেন।এছাড়া বিভিন্ন লুক এ দেখা যায় এই অভিনেতাকে।

বিভিন্ন ক্যারেক্টরেও কাজ করে জয় করতে পারছেন দর্শকের মন।যদিও প্রফেশনালই আর্টিস্ট নন তিনি। কিন্তু সময় পেলেই কাজ করেন।এখন পর্যন্ত বেশ কয়েকটি নাটক এ কাজ করেছেন এবং বেশ কয়েকটি নাটক এই ঈদে সাড়াও ফেলেছে।

যেমন- মবরুর রশিদ বান্নাহ পরিচালিত সুইপারম্যান নাটক দর্শকের ছুয়ে গেছে।সেই নাটকে স্কুলের পিয়ন কারেক্টরে দেখা গেছে।বিদ্রোহী প্রেমিক নাটকে বেশ কিছু কমেডি সিন এ দেখা গেছে। মাহমুদুর রহমান হিমি পরিচালিত কাবিননামা নাটকেও বেশ আগ্রহের সাথে কাজ করেছেন এই অভিনেতা।এছাড়া আরও বেশ কয়েকটি নাটকে চমক দেখিয়েছেন তিনি।

এই ঈদে বেশ কয়েকটি কাজ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য প্রেম করতে ইচ্ছুক,শোকসভা,ফরেন গার্লফ্রেন্ড,দৌড়ের উপর ওষধ নাই,সিক্রেট মাফিয়া, ডন বি কোয়াইট,হানিমুন ইন লকডাউন।এছাড়াও আরও অনেক নাটকে কাজ করেছেন।

জয়নাল জ্যাক অত্যন্ত আগ্রহের সাথে কাজ করেন এই বিষয়টি কিন্তু লক্ষ্য করে দেখা যায়, এই অভিনেতা যে একজন শক্তিমান অভিনেতা সেটা তো নিসন্দেহে বলা যায়।

কিন্তু বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের সাথে তাকে খুব বেশি কাজ করতে দেখা যায়।

কিন্তু এই অভিনেতার লাইফটাইম ছিল বেশ চমৎকার পড়াশোনায় ও বেশ ব্রিলিয়ান্ট এমনকি সরকারি চাকরি ও করেন।কিন্তু ভাগ্য নিয়ে আসে অভিনয় জগতে।

প্রথমে সিনিয়রদের সাথে যখন কাজ করতেন তখন ভয় করত।কিন্তু পরিচিতি পেতে বেশিদিন সময় লাগেনি।এছাড়া এখন দর্শক ছাড়া সিনিয়রদেরও প্রশংসায় ভাসেন।পর্দায় বেশ মজার কান্ড ঘটিয়ে থাকেন তিনি।আগেই বলেছি অনেক ধরনের কারেক্টার এ দেখা যায় এই অভিনেতাকে।এছাড়াও এই অভিনেতার বেশ চমক থাকবে সামনেই দেখতে থাকুন।

পাঠকের মতামত

নায়িকা নুসরাত ফারিয়া আটক

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার বিরুদ্ধে ২০২৪ সালের ...