
টেকনাফ বাহার ছড়া শিলখালী সৈকতে ভেসে এসেছে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ। এ লাশটি অজ্ঞাত রোহিঙ্গার বলে ধারণা করা হচেছ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১ টার দিকে টেকনাফের উপকূলীয় ইউনিয়ন বাহারছড়া শিলখালী সৈকতে ভেসে আসে এ লাশটি। লাশের বয়স অনুমানিক ৩০ থেকে ৩৫ হবে। রোহিঙ্গা বোঝাই ট্রলার থেকে ঝড়ে সাগরে পড়ে গিয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা স্থানীয়দের।
প্রত্যক্ষদর্শী স্থানীয় নুরুল ইসলাম জানান, সাগরে একটি হাত জাল নিয়ে মাছ শিকার করতে গেলে সৈকতের পাড়ে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন তিনি। পরে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে এ খবর পৌঁছে দেওয়া হয়।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই লিয়াকত আলী বলেন, সাগর পাড়ে একটি লাশ ভেসে আসার খবর পেয়েছি। সেখান থেকে লাশটি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বুধবার রাত ৯টার দিকে টেকনাফের বাহারছড়ার হলবনিয়া পাড়া ঘাট থেকে ৩৯৬ জন রোহিঙ্গাকে উদ্ধার করে কোস্ট গার্ড। তারা মালয়েশিয়া যেতে না পেরে এই এলাকায় ফিরে আসেন। তাদের এখন জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত