প্রকাশিত: ২৯/১২/২০১৭ ৯:৫২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৪৮ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::
ব্যাগের ভেতর রক্ষিত সিএনজির পার্টস এর সাথে অভিনব কৌশলে লুকিয়ে পাচারকালে বিজিবি ২৯ লক্ষ ১৩ হাজার ৪০০ টাকা মুল্যের ৯ হাজার ৭০৫ পিস ইয়াবা বড়িসহ ১জন পাচারকারীকে আটক করেছে। ইয়াবাসহ আটক পাচারকারী টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উঞ্চিপ্রাং রইক্ষ্যং গ্রামের রোশন আলীর পুত্র মোহাম্মদ আলী (১৯)। নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অপরাধে ধৃত আসামীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করতঃ ধৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন এবং বাংলাদেশী নগদ টাকাসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

টেকনাফ-২ বিজিবি অধিনায়কের পক্ষে অতিরিক্ত পরিচালক শরীফুল ইসলাম জোমাদ্দার ২৯ ডিসেম্বর জানান ‘২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং বিওপির নায়েব সুবেদার মোঃ সাহাদৎ হোসেনের নেতৃত্বে একটি টহল দল ২৮ ডিসেম্বর হোয়াইক্যং চেকপোষ্টে যানবাহন তল্লাশীর দায়িত্বে নিয়োজিত ছিল। সকাল ৯টায় টেকনাফ হতে কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস পরিবহনের একটি বাস হোয়াইক্যং চেকপোষ্টে পৌঁছলে কর্তব্যরত টহল দল সিগন্যাল দিয়ে উক্ত বাসটি থামায়। পরবর্তীতে বাসটি তল্লাশীকালীন যাত্রীদের জিজ্ঞাসাবাদের সময় নিম্মে বর্ণিত আসামীর তাৎক্ষনিক আচরণ সন্দেহ হওয়ায় তাকে পুংখানুপুংখভাবে তল্লাশী করে তার সাথে থাকা ব্যাগের ভেতর রক্ষিত সিএনজির পার্টস এর সাথে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ২৯ লক্ষ ১৩ হাজার ৪০০ টাকা মুল্যের ৯ হাজার ৭০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১ হাজার টাকা মূল্যমানের ১টি মোবাইল ফোন এবং বাংলাদেশী নগদ ৯০০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অপরাধে ধৃত আসামীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করতঃ ধৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন এবং বাংলাদেশী নগদ টাকাসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে’।

পাঠকের মতামত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক নারীর পা বিচ্ছিন্ন

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি :: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে মর্মান্তিক মাইন বিস্ফোরণের ...

কক্সবাজারে দুর্ঘটনার পর ট্রেন আটকে বিক্ষোভ, তদন্ত কমিটি গঠন

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচজন যাত্রী নিহত হওয়ার ঘটনায় কক্সবাজারমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেন আটকে ...

ইউএনওর ‘স্বাক্ষর জাল করে নিয়োগ’, পদ হারালেন জামায়াত নেতা

লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে জালিয়াতির অভিযোগ উঠেছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপজেলা জামায়াতের ...