প্রকাশিত: ২৭/০৩/২০১৮ ৩:৪০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৫ এএম

আমান উল্লাহ, টেকনাফ ::
টেকনাফে ১৬০০ দূঃস্থ ও অসহায় পরিবারের মহিলাদেরকে চাল বিতরণ করা হয়েছে। উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের দুঃস্থ, অসহায় পরিবারের মহিলা ও স্বল্প আয়ের কর্মজীবী মানুষের মধ্যে ভি,জি,এফ এর ২০ কেজি করে চাল বিতরণ করেন।
এ উপলক্ষে ২৭ মার্চ সকাল সাড়ে ১০ টায় সদর ইউনিয়নের ইউপি কমপ্লেক্স চত্বরে চেয়ারম্যান শাহজাহান মিয়ার সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সরওয়ার আলমের পরিচালনায় চাল বিতরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার- ০৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি। তিনি বলেন, সরকার মানুষের মৌলিক অধিকার পুরনে সচেষ্ট। কেউ ক্ষুদার যন্ত্রনায় থাকবে না। রোহিঙ্গা অধ্যূষিত উখিয়া-টেকনাফের ২০ হাজার মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাল বরাদ্ধ করেছেন। বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। টেকনাফের রাস্তা-ঘাট উন্নয়নের ফলে মানুষের মাঝেও পরিবর্তনের ছোঁয়া লেগেছে। আগামী পাঁচ বছরের মধ্যে টেকনাফ হবে দেশের সর্বোত্তম পর্যটন এলাকা। টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক হয়েছে, জইল্যার দ্বিপে ট্যুরিজম পার্কের উন্নয়ন কাজ চলছে, সাবরাংয়ে পর্যটন এলাকার কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। ইহা শেখ হাসিনার অবদান। তাই আগামীতে আরো উন্নয়নের জন্য নৌকা প্রতিকে ভোট দিয়ে আবারো ক্ষমতায় আনতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি জহির হোসেন এমএ, পৌর আওয়ামীলীগ সভাপতি সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, সাধারন সম্পাদক মোঃ আলম বাহাদুর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মেম্বার আহমদ হোসেন, ইউপি মেম্বার শাহ আলম প্রমুখ।

পাঠকের মতামত

২২ টি মোবাইল টীমের মাধ্যমে উখিয়ায় স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে প্রান্তিক

তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যে তাপমাত্রায় মানুষ ঘর থেকে বের হতে ভয় পায়। সেখানে ...

টেকনাফে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্থ হতদরিদ্র পরিবার “আয়েশা” পেলেন মাথা গোছার নতুন ঠাঁই !

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন এ ঘূর্ণিঝড় ‘মোখায়’ ক্ষতিগ্রস্ত হতদরিদ্র পরিবারের কাছে তুলে দিয়েছেন সেমিপাকা ...