
জসিম উদ্দিন টিপু,টেকনাফ::
টেকনাফে নিখোঁজ হওয়ার ১২দিনেও বাড়ী ফিরেনি মাদরাসা ছাত্র হাফেজ মোহাম্মদ আরাফাত। সন্তানকে না পেয়ে ওই ছাত্রের মা ছমুদা বেগম কাঁদতে কাঁদতে অনেকটা অসুস্থ হয়ে পড়েছেন। তবুও আদরের ছেলে বাড়ীতে আসবে এমন আশায় বসে আছেন আরাফাতের মা।
জানাগেছে,গত ২২ আগষ্ট জুমাবার থেকে মুচনী রোহিঙ্গা ক্যাম্পের এক মাদরাসা ছাত্র নিখোঁজ রয়েছে। নিখোঁজ মাদরাসা ছাত্র মো: আরাফাত(১৪) বলে জানাগেছে। আরাফাত মুচনী রেজিষ্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের মৃত জাকারয়িা ও ছমুদা বেগমের ছেলে। ক্যাম্পের তথ্যানুযায়ী তাদের এমআরসি নং-৩৪২৮৫, শেড নং-৬৩৬/০৫ বলে নিশ্চিত হওয়া গেছে।
পরিবার সুত্র জানায়, ২২ আগষ্ট (জুমাবার) সকালে আরাফাত মাদরাসা থেকে বাড়ী এসে গোসল করেন। পরে জামা পরে জুমার নামাজ পড়তে ক্যাম্পের মসজিদে যায়। জুমা পড়তে গেছে,সেই থেকে এই পর্যন্ত আর বাড়ী ফিরে আসেনি। অনেক খুঁজাখুঁজির পরও নিখোঁজ মাদরাসা ছাত্র আরাফাতের কোন সন্ধান পাওয়া যায়নি। তার মা ছমুদা বেগম এবং স্বজনরা ক্যাম্প এবং ক্যাম্পের বাইরে সাম্ভাব্য সব জায়গায় খুঁজেছেন। কিন্তু আদরের সন্তান/ভাই আরাফাতের কোন হদিসই পাননি। ছেলের কোন প্রকার খবরা খবর না পেয়ে অসহায় মা শুধু কাঁদছেন আর কাঁদছেন। কাঁদতে কাঁদতে আরাফাতের মা এখন অসুস্থ হয়ে পড়েছেন।
খোঁজ নিয়ে জানাগেছে, আরাফাত ক্যাম্পস্থ মাহাদ খালেদ বিন ওয়ালিদ (রা:) মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। তার হুজুরদের সাথে কথা বলে জানাগেছে, আরাফাত খুবই শান্তশিষ্ট ন¤্র এবং ভদ্র। এছাড়া ছাত্র হিসেবেও সে বেশ মেধাবী।
এদিকে নিখোঁজ আরাফাতের মা কান্নজড়িত কন্ঠে এই প্রতিবেদককের মাধ্যমে নিখোঁজ ছেলেকে ফেরত/সন্ধান পেতে (০১৮৯৭-০৬১৭৪৩) আইন শৃংখলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেছেন। ছেলে হারা অসহায় মা ছমুদা বেগম আরো জানান, এর আগেও ২০২০ সনে মো: হাসান নামের তাঁর আরো একটি ছেলে নিখোঁজ হয়ে আর বাড়ী ফিরে আসেনি।
ক্যাম্পের হেড মাঝি ছৈয়দ আহমদ জানিয়েছেন, গত শুক্রবারের আগের শুক্রবার অর্থাৎ ২২ আগষ্ট আরাফাত নামের মাদরাসার ছাত্রটি নিখোঁজ রয়েছেন। হেড মাঝির বরাত দিয়ে ক্যাম্প পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা এইচ ব্লকস্থ জনৈক ছুমদা বেগমের ছেলে ও মাদরাসা ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনাটি সত্য বলে জানিয়েছেন।
পাঠকের মতামত