
নিউজ ডেস্ক::

দীর্ঘদিন ধরে বার্মাইয়া হাকিম ডাকাতের অপরাধ থামছেইনা। প্রকাশ্যে ও অপ্রকাশ্যে তার অপরাধের রাজ্য দিন ব্যাপক আকাড় ধারণ করছে।র্যাব পুলিশ হানা দিলেও তাকে ধরা যাচ্ছেনা। এবার অপহরণ করল এক কিশোরকে। অপহৃত কিশোর টেকনাফ নাইট্যংপাড়া নুরুল আবছার ও আম্বিায়া খাতুনের ছেলে নুরুল আবছর (১৬)। ঘটনাটি ঘটেছে ৩১ জানুয়ারী রাত ৯ টায় টেকনাফ উপজেলার নাইট্যংপাড়া এলাকায়। অপহৃত পরিবার সত্রে জানা গেছে, বার্মাইয়া হাকিম ডাকাত ও তার সশস্ত্র লোকজন অস্ত্র ঠেকিয়ে বাড়িতে ঢুকে ওই কিশোরকে অপহরণ করে তার আস্তানায় চলে যায়। তথ্যানুসন্ধানে জানা যায়, হাকিম ডাকাত ১ বছর আগে অপহৃতের বড় ভাই তোফাইল আহমদকে আপহরণ করে নির্মমভাবে খুন করেছে। এরই প্রেক্ষিতে মামা মোঃ জহির বাদী হয়ে মামলা দায়ের করে। এ মামলা তুলে নিতে সশস্ত্র লোকজন নিয়ে নুরুল আবছারকে অপহরণ করেছে বলে জানিয়েছেন মামলার বাদী ও অপহৃতের মামা মোঃ জহির। তিনি আরো বলেন, অস্ত্রবাজ হাকিম ডাকাত কিশোরকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় হুংকার দিয়ে বলে যান, মামলা তুলে না নিলে এই ছেলেরও লাশ পড়বে। অপহৃত পরিবারের অন্যান্য সদস্যরা উদ্বেগ ও উৎকন্ঠা ও নিরপত্তাহীনতা ভুগছে। ওই হাকিম ডাকাতের অপরাধের শেষ নেই। খুন, অস্ত্র লুঠ, ডাকাতিসহ ভয়ংঙ্কর একাধিক মামলা তার বিরুদ্ধে রয়েছে। ক্ষমতায় থাকা আওয়ামীলীগের টেকনাফ উপজেলার সদরের সভাপতি সিরাজুল ইসলাম হত্যা মামলার ৩ নং আসামী সে। স্থানীয়দের প্রশ্ন বার্মাইয়া হাকিম ডাকাতের খুঁটির জোর কোথায়? টেকনাফ মডেল থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাইন উদ্দিন খান জানান, অপহরণের বিষয়ে এ পর্যন্ত কোন বার্তা তাঁর কাছে পৌঁছায়নি। তিনি গভীরভাবে খোঁজ খবর নিবেন। তবে হাকিম ডাকাতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে জানিয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পাঠকের মতামত