প্রকাশিত: ০৮/০৪/২০১৮ ১০:৪৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৬ এএম

ডেস্ক রিপোর্ট::
টেকনাফে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে বখাটে রোহিঙ্গা যুবকের চুরিকাঘাতে এসএসসি পরীক্ষা দিয়ে ফলাফল প্রত্যাশী স্থানীয় এক ছাত্র গুরুতর আহত হয়েছে।
জানা যায়, গত ৭ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টারদিকে উপজেলার হ্নীলা মোছনী নয়াপাড়ার মোহাম্মদ আলীর পুত্র ও চলতি বছর হ্নীলা হাইস্কুলের মানবিক শাখা হতে এসএসসি পরীক্ষায় অংশ-গ্রহণ করে ফল প্রত্যাশী হেলাল উদ্দিন (১৬) অপর এক বন্ধুকে নিয়ে নয়াপাড়া আনসার ক্যাম্প সংলগ্ন মাঠে খেলা দেখে বাড়ি ফেরার পথে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকের মৃত নাছির প্রকাশ আলল্লা মৌলভীর পুত্র ইয়াছিন আরফাত (১৯) সহ ৫/৬ জন মিলে চুরিকাঘাত করে দ্রæত পালিয়ে যায়। সাথে থাকা অপর বন্ধু তাহের চুরিকাঘাত অবস্থায় হেলালকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প হাসপাতালে নিয়ে চুরি বের করে। এসএসসি পরীক্ষার ফল প্রত্যাশী স্কুল ছাত্র হেলাল এখন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এই ব্যাপারে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পারিবারিক সুত্র জানিয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে দেয়ালে নিষিদ্ধ ছাত্রলীগের ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ স্লোগান, তোলপাড়

কক্সবাজারের অজ্ঞাত স্থানে দেয়ালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ‘হাঠাও ইউনুস, বাঁচাও দেশ’ স্লোগান লেখা নিয়ে আইনশৃঙ্খলা ...

কক্সবাজার বিমানবন্দরে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো এয়ারএস্ট্রার ফ্লাইট!

কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে কুকুরের সঙ্গে ধাক্কা লেগেও বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এয়ারএস্ট্রা এয়ার লাইন্সের ...