প্রকাশিত: ২৫/০৩/২০২১ ৭:৫৩ এএম

বিশেষ প্রতিবেদক::
করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি রক্ষা ও জনসচেতনতামূলক কাজের অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফে মুখের মাস্ক না পারার কারণে ২২জনকে ৩৫ হাজার ৯০০টাকার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।

বুধবার বেলা ৩টা থেকে বিকেল ৬টা পর্যন্ত টেকনাফ পৌরসভার বিভিন্ন এলাকার দোকানপাট, পথচারী ও বিভিন্ন যানবাহনে এ অভিযান চালানো হয়েছে। অভিযানের নেতৃত্ব ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল মনসুর । এসময় টেকনাফ মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযানে সহযোগিতা করছেন ।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল মনসুর বলেন, হঠাৎ করে দেশে আবারো করোনা ভাইরাসের সংক্রমনের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। তাই সাধারণ জনগণ ও পথচারীদের মধ্যে স্বাস্থ্য বিধি মানার পাশাপাশি মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করতে এ অভিযান চালানো হচ্ছে । এরমধ্যে গত রোববার ও গতকাল বুধবার বিকেল ৬টা পর্যন্ত পাঁচজন পর্যটকসহ ৮৪জনকে জরিমানা করা হয়েছে। তাদের কাছ থেকে ৬১ হাজার ২৫০ টাকার জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক টিটু চন্দ্র শীল বলেন, এ পর্যন্ত টেকনাফ উপজেলায় ৫৭৪জন রোগী শনাক্ত করা হয়েছে। এরমধ্যে ৯২জন রোহিঙ্গা নাগরিক। এ পর্যন্ত মারা গেছে ৯জন। মঙ্গলবার রাত পর্যন্ত নতুন করে শনাক্ত হয়েছে ৯ জনসহ স্থানীয় বাসিন্দা ৪৬২জন। চলতি মার্চ মাসে এ মঙ্গলবার রাত পর্যন্ত ৩৯জন করোনা রোগী শনাক্ত হয়েছে টেকনাফে। এরমধ্যে নতুন করে সর্বোচ্চ শনাক্ত হয়েছেন ৯জন।
তিনি আরও বলেন, ১১ এপ্রিল প্রথম দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের গণজমায়েত ও গণসংযোগকালে কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না । এর ফলে করোনা রোগীর সংখ্যা বাড়ছে ।

পাঠকের মতামত

কক্সবাজারে মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে এনজিওগুলোকে সতর্ক থাকার আহ্বান

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাস বলেছেন, দেশের অভ্যন্তরে এবং বিদেশে লুকিয়ে ...

দলের নির্দেশনাকে পাত্তা দিচ্ছে না টেকনাফ মহিলা দলের দুই নেত্রী

আ.লীগ সরকারের অধীনে ধারাবাহিকভাবে সকল নির্বাচন বর্জন করে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তারেই ধারাবাহিকতায় ...

হিট স্ট্রোকে রামু রহমানিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ছালামত উল্লাহর ইন্তেকাল, নামাযে জানাযা সম্পন্ন

রামু মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ছালামত উল্লাহ হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল ...