প্রকাশিত: ০২/০৮/২০১৮ ২:৫৫ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৫০ পিএম

টেকনাফ প্রতিনিধি- কক্সবাজারের টেকনাফে হ্নীলা ইউপিস্থ লেদা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি আন্দামান গোল্ড ও ডাইয়াব্লু  বিয়ারসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭ এর সদস্যরা।

আটককৃতরা হলেন, টেকনাফ হ্নীলা ইউনিয়নের লেদা লামার পাড়া এলাকার আবুল কাসেমের ছেলে মোঃ তৈয়ব (২৫) ও একই এলাকার নাদির হোসেনের ছেলে নবী হোসন (৪০)।

টেকনাফ র‌্যাব-৭ ক্যাম্পের ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহাতাব (এক্স) বিএন জানান, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ হ্নীলা ইউনিয়নের লেদা লামার পাড়া এলাকায় নবী হোসেনের বসত বাড়িতে মিয়ানমার থেকে আসা মাদক মজুদ রাখার খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এসময় তার স্বীকারোক্তি মতে তার পার্টনার তৈয়বকে আটক করা হয়। এ সময় নবী হোসেনের স্বীকারোক্তিতে তার বসতবাড়িতে মাদক মজুদ রাখা প্লাস্টিকের ২৬টি বস্তা থেকে ২ হাজার ৮১৪ ক্যান বিদেশী আন্দামান গোল্ড ও ডাইয়াব্লু  বিয়ার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২২ লাখ ৫১ হাজার ২০০ টাকা।

টেকনাফ ক্যাম্প ইনচার্জ লেঃ মির্জা শাহেদ মাহতাব সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, মাদকসহ আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরও ৫৯ সেনা-বিজিপি সদস্য

আরাকান আর্মির হামলার মুখে ফেব্রুয়ারিতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যরা পালিয়ে বাংলাদেশের ঘুমধুম সীমান্ত ফাঁড়ির ...