
হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ
বিজিবি টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৮১ লক্ষ ৪১ হাজার ১০০ টাকা মুল্যের ২৭ হাজার ১৩৭ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বলে জানা গেছে। তবে উভয় অভিযানেই ইয়াবা চোরাচালানীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্ধতন কর্মকর্তা, বেসামরিক প্রশাসন, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
টেকনাফ-২ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পরিচালক শরীফুল ইসলাম জোমাদ্দার ২২ ডিসেম্বর জানান ‘গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় টেকনাফ ইউপিস্থ ৪নং স্লূইচ গেইট বরাবর লবণ মাঠ এলাকা দিয়ে ইয়াবার একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ নাজিরপাড়া বিওপির হাবিলদার মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ২১ ডিসেম্বর রাত ৮টায় বর্ণিত এলাকায় গমন করতঃ মাঠের একপার্শ্বে অবস্থান নিয়ে ওঁৎ পেতে থাকে। রাত ১০টার দিকে টহল দল কয়েকজন লোককে একটি ব্যাগ হাতে করে নাফ নদীর পাড় দিয়ে আসতে দেখে সন্দেহ হওয়ায় চ্যালেজ্ঞ করে। আকস্মিক বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই বর্ণিত ব্যক্তিবর্গ কর্দমাক্ত লবণ মাঠের ভেতর দিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল তাদের পিছু ধাওয়া করে। এক পর্যায়ে ইয়াবা পাচারকারীরা তাদের হাতে থাকা ব্যাগটি ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে পার্শ্ববর্তী গ্রামের ভেতর পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ইয়াবা পাচারকারী কর্তৃক ফেলে যাওয়া ব্যাগটি খুলে গণনা করে ৩০ লক্ষ টাকা মূল্যমানের ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়’।
তিনি আরও জানান ‘গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় সাবরাং ইউপিস্থ সিকদারপাড়া এলাকা দিয়ে ইয়াবার একটি চালান কক্সবাজার গমন করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ সাবরাং বিওপির নাঃ সুবেঃ মোঃ লাল মিয়া এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল ২১ ডিসেম্বর বিকালে বর্ণিত এলাকায় গমন করতঃ কাঁচারাস্তার একপাশে অবস্থান নিয়ে ওঁৎ পেতে থাকে। এসময় একটি মোটর সাইকেল টহল দলের সামনে আসলে টহল দল উক্ত মোটর সাইকেলটি থামানের জন্য সংকেত দেয়। এমতবস্থায় মটর সাইকেলের চালক মটর সাইকেলটি ইউটার্ন করে দ্রুত পালিয়ে যাওয়ার প্রাক্কালে তার মোটর সাইকেল হতে ১টি প্যাকেট রাস্তার পার্শ্বে পড়ে যায়। অতঃপর টহল দল ইয়াবা পাচারকরীদের আটকের নিমিত্তে মটর সাইকেল যোগে ধাওয়া করে। এক পর্যায়ে ইয়াবা পাচারকারীরা জঙ্গলাকীর্ণ সরু রাস্তা দিয়ে পার্শ্ববর্তী গ্রামের ভিতর পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ইয়াবা পাচারকারী কর্তৃক ফেলে যাওয়া প্যাকেটটি খুলে গণনা করে ৫১ লক্ষ ৪১ হাজার ১০০ টাকা মূল্যমানের ১৭ হাজার ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্ধতন কর্মকর্তা, বেসামরিক প্রশাসন, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে’।
পাঠকের মতামত