ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বাদী এখন কক্সবাজার দুদকের উপ-পরিচালক
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির ...
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় প্রেমঘটিত কারণে আতিক (১৭) নামের এক কিশোর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
২ এপ্রিল বিকেলে এই ঘটনা ঘটে বলে জানা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জানান, শুক্রবার (২ মে) বিকাল ৪টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় আতিক (১৭) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
ওসি আরও জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আতিকের আত্মহত্যার পেছনে প্রেমঘটিত কোনো বিষয় থাকতে পারে।
পাঠকের মতামত