ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০৫/২০২৩ ৯:৫১ এএম

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বাজার থেকে কেনা প্যাকেটজাত জুস খেয়ে একই পরিবারের একই পরিবারের ২ নারী ও ৬ শিশুসহ ৮ জন অসুস্থ হয়ে পড়েছেন। রোববার (১৪ মে) দুপুর ২টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়া আবু বক্করের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পরিবারের কর্তা আবু বক্কর জানান, বাড়িতে একজন অতিথি আসেন। আসার সময় হাতে করে নিয়ে আসেন প্রাণ জুস। সেই জুস খেয়ে পরিবারের একে একে ৮ জন লোক অজ্ঞান হয়ে পড়লে প্রথমে টেকনাফ এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন। বিকেলে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে এলে আবাসিক মেডিকেল অফিসার আশিকুর রহমান তাদের প্রত্যককে চিকিৎসা করেন। এক ঘণ্টা পর দুই নারী রায়মা আকতার (৩২) রাফিয়া (২০), সুমাইয়ার (১২) জ্ঞান ফিরলেও ৪ ঘণ্টা পর জ্ঞান ফিরে সাইফুল (১০) কাউছার (৫), শরীফা (৭) নাইমা ও শাওনের (২)।

অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ার কারণ জানতে চাইলে আবাসিক মেডিকেল অফিসার আশিকুর রহমান বলেন, সম্ভবত ম্যাংগু জুসে রাসায়নিক ক্ষতিকর পদার্থ মেশানো ছিল বা ভেজাল কিছু মেশানো থাকতে পারে। যার কারণে ফুট পয়জনে সকলে অসুস্থ হয়ে পড়েন। তবে পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে আসল ঘটনা কি ছিল। সুত্র: ঢাকা মেইল

পাঠকের মতামত

পরিচয় গোপন করে চাকরি: রোহিঙ্গা আজিজের বিরুদ্ধে তদন্ত শুরু

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনে পরিচয় গোপন করে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ এবং পরিবেশ অধিদপ্তরের আউটসোর্সিং ...

ইউনিসেফের সতর্কবার্তা‘সহায়তা না বাড়লে রোহিঙ্গা শিশুদের ভবিষ্যৎ অন্ধকারে’

বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের শিশুদের সহায়তা কার্যক্রম ভয়াবহ অর্থ সংকটে পড়ছে বলে সতর্ক ...