প্রকাশিত: ১০/০৯/২০১৮ ৭:৩২ এএম

টেকনাফ প্রতিনিধি :

টেকনাফে দুইটি ওয়ার্ডের উপ-নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়ন পত্র জমা করেছেন। ওয়ার্ড দুইটি হচ্ছে টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ও সাবরাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড। গতকাল রবিবার টেকনাফ উপজেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন।
গত ২৭ মে টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তিন বারের নির্বাচিত কাউন্সিলার টেকনাফ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. একরামুল হক এবং গত ২৫ মে সাবরাং ইউপির ২ নম্বর ওযার্ডের ইউপি সদস্য আক্তার কামাল বন্দুকযুদ্ধে নিহত হন। এর ফলে টেকনাফ পৌরসভা ও সাবরাং ইউপির একটি করে ওয়ার্ড শূণ্য হয়ে পড়ে। এই দুইটি শূণ্য ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্টিত হচ্ছে।
টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মনোনয়ন পত্র জমা দেন, টেকনাফ পৌরসভার নিহত কাউন্সিলর একরামুল হকের ছোট ভাই এহেতেশামুল হক বাহাদুর ও মৌঃ আশরাফ আলী।
এছাড়া সাবরাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সাবেক ইউপি সদস্য শামশুল হক, আরেক সাবেক ইউপি সদস্য সোলতান আহাম্মদের ছোট ভাই সিদ্দিক আহাম্মদ ও জাফর আহাম্মদ।
টেকনাফ উপজেলা নির্বাচনী কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ বেদারুল ইসলাম বলেন, গত ১ সেপ্টেম্বর জেলা নির্বাচন কার্যালয়ের নির্দেশে দুই ওয়ার্ডের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তপশীলে টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ও সাবরাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড। এই দুইটি নির্বাচনী এলাকার জনপ্রতিনিধিরা মারা যাওয়ায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, সোমবার (১০ সেপ্টেম্বর) প্রার্থীতা বাছাই, ১৭ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহার এবং ৩ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এই উপ নির্বাচনে টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ডের ভোটার সংখ্যা ১ হাজার ১০ জন। এতে ৫৬০ জন পুরুষ ও ৪৫০ জন মহিলা ভোটার রয়েছেন। এছাড়া সাবরাং ইউপির ২ নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ২ হাজার ৭৪১ জন। এতে ১৩২২ জন পুরুষ ও ১৪১৯ জন মহিলা ভোটার রয়েছেন।

পাঠকের মতামত

উখিয়ায় এনজিও কর্মকর্তার নেতৃত্বে শিক্ষকের উপর হামলা, থানায় অভিযোগ দায়ের

উখিয়ায় কোডেক এনজিওর প্রজেক্ট কোঅর্ডিনেটর জিয়াউল হকের নেতৃত্বে রোহিঙ্গা ক্যাম্প থেকে চাকরিচ্যুত দুই শিক্ষককে পিটিয়ে ...