
হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ ::
টেকনাফের হোয়াইক্যং অবৈধ অস্ত্রসহ এক যুবককে আটক নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। আটক যুবকের পরিবারের দাবি তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।
জানা যায়, বুধবার ১০ জানুয়ারী দুপুর পৌনে ১টার দিকে টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি নির্মল চাকমা গোপন সংবাদের ভিত্তিতে ফোর্স নিয়ে বালুখালীপাড়া আমতলী ঘোনায় অভিযান চালিয়ে মৃত আব্দুল জাব্বার প্রকাশ কালু খলিফার পুত্র মো. ইউছুপকে (৩৫) দেশীয় তৈরী একটি পাইপ গান, ১টি ছোরা এবং ১টি কারেন্টের প্লাসসহ আটক করে ফাঁড়িতে নিয়ে আসে।
স্থানীয় ইউপি মেম্বার সিরাজুল ইসলাম লালু বলেন ‘আব্দুর রহমান এবং ইউছুপের মধ্যে ১মাস আগে ঝগড়া হয়। আজ সে ইলেকট্রনিক্সের কাজ করে ভাত খেতে বাড়ি ফেরার সময় তাকে আটকানো হয়। তার নিকট ১টি ছোরা ও ইলেকট্রিকের প্লাস ছিল, কিন্তু অস্ত্র দিয়ে ইউছুপকে ফাঁসানো হয়েছে।
এদিকে অভিযুক্ত ইউনিয়ন মৎস্যজীবীলীগ নেতা ও স্থানীয় মৃত ফরিদ আলমের ছেলে আব্দুর রহমান (৩৪) বলেন ‘ধৃত ব্যক্তি অবৈধ অস্ত্র নিয়ে ঘোরা-ফেরার সময় জনতার চোখে পড়ে। তাকে আটকের জন্য আমাদের সহায়তা চাইলে আমরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিই’।
অপরদিকে আটক ব্যক্তির স্ত্রী গোলজার বেগম (২৮) বলেন ‘আব্দুর রহমানের সাথে আমার স্বামীর ঝগড়া ছিল। আজ বাহাদুর নামে এক ব্যক্তি মারধর করে ধরে আনে আমার স্বামীকে। এরপর অস্ত্র দিয়ে পুলিশের নিকট সোর্পদ করা হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই’।
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান অস্ত্রসহ এক ব্যক্তিকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন ‘আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে’। ##
পাঠকের মতামত