প্রকাশিত: ০৩/০২/২০১৭ ১১:৪৩ পিএম

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার টেকনাফে নাফ নদী থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জেটিঘাট সংলগ্ন নাফ নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ। তবে নিহতের নাম ও পরিচয় জানাতে পারেননি তিনি।

ওসি আব্দুল মজিদ বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে টেকনাফের নাফ নদীর শাহপরীরদ্বীপ জেটিঘাট সংলগ্ন এলাকায় একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পাঠকের মতামত

সেন্টমার্টিনে যেতে পর্যটকদের দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য রক্ষায় বিস্তৃত পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে, যার ...

সন্ধ্যা নামলেই কক্সবাজার-খুরুশকুল সেতুতে সৃষ্টি হয় ভুতুড়ে পরিবেশ

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ওপর নির্মিত দৃষ্টিনন্দন কক্সবাজার-খুরুশকুল সংযোগ সেতু। নির্মাণশৈলীর কারণে উদ্বোধনের পর থেকেই ...