রেল/ সিএনজি দুর্ঘটনা : ৩ জনকে হারিয়ে শোকে পাথর এক পরিবার
কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীর ৩ নাম্বার ওয়ার্ডের ছাদকপাড়ার জাফর আলম তার কন্যা রেনু আরাকে (২৭) ...
টেকনাফ প্রতিনিধি ::
তোর আগ্রাসনের শিকার হল সাবরাং ইউনিয়ন সিকদার পাড়ার জসিম উদ্দিন নামে এক (ভি আই পি) পরিবারের সু-যোগ্য কুলাংঙ্গার। তার সহযোগী আটক হল দুই নারী। তারা হচ্ছে সাবরাং সিকদার পাড়া এলাকার আব্দুল মোনাফের স্ত্রী ইয়াছমিন আক্তার (২৮),টেকনাফ পৌরসভা অলিয়াবাদ আব্দুল গফুরের স্ত্রী সাবিনা আক্তার (২০)। তাদের সাথে আছে দুই অবুঝ শিশু।
ইয়াবা পাচারে জড়িত এই সমস্ত অপরাধীরা টেকনাফ ২ বিজিবি সদস্যদের হাতে প্রাইভেট কারসহ আটক হল। বিজিবি সদস্যরা তল্লাশী চালিয়ে প্রায় ৬ হাজার ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করে।
পাঠকের মতামত