প্রকাশিত: ১১/১১/২০১৭ ৭:৫৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:২০ এএম

আন্তর্জাতিক ডেস্ক :
জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর সব ধরনের সহিংসতা বন্ধ করা, তাদেরকে বাড়ি ফেরার সুযোগ করে দেওয়া এবং তাদের আইনগত মর্যাদা নির্ধারণ জাতিসংঘের সম্পূর্ণভাবে অপরিহার্য অগ্রাধিকার।

শুক্রবার জাতিসংঘ প্রধান সাংবাদিকদের এ কথা বলেছেন।

রোহিঙ্গা পরিস্থিতিকে ব্যাপক বিপর্যয়কর ঘটনা বর্ণনা করে গুতেরেস বলেছেন, ‘যে মাত্রার সহিংসতা ও নির্যাতন করা হয়েছে তাতে আমরা চুপ থাকতে পারি না।’

গুতেরেস বলেছেন, রাখাইনের উত্তরাংশের সব এলাকায় মানবিক ত্রাণ অবাধে পৌঁছানোর জন্যও জাতিসংঘ জোর দিচ্ছে।

২৫ আগস্ট নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকির ওপর বিদ্রোহীদের হামলার জের ধরে রোহিঙ্গা নিধন অভিযানে নামে মিয়ানমার। সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে এ পর্যন্ত প্রায় ছয় লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

পাঠকের মতামত

ইরানের ভয়ে তটস্থ ইসরায়েল!

ইসরায়েলে বড় ধরনের ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা আসন্ন বলে মনে করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ...