প্রকাশিত: ২৩/১১/২০১৭ ৯:৪৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৪০ এএম
Single Page Top

বার্তা পরিবেশক::
কক্সবাাজর জেলা বিএনপির ঘোষিত কমিটি হাতে নিয়ে বৃহ¯পতিবার বিকালে কক্সবাজার পৌঁছেন নবগঠিত কমিটির সভাপতি শাহজাহান চৌধুরী। এ সময় সাধারণ স¤পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান। বিকাল পৌনে পাঁচটার দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন। সেখানে উৎসুক দলীয় নেতাকর্মীরা জেলা বিএনপির এই কান্ডারীকে মোটর শোভাযাত্রার মাধ্যমে শহীদ সরণিস্থ দলীয় কার্যালয় পর্যন্ত এগিয়ে দেয়।

ইতোমধ্যে জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গন প্রিয় নেতাদের উঞ্চ সংবর্ধনা-অভিবাদন জানিয়ে শ্লোগানে মুখরিত করে তুলে। হাত নেড়ে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন নতুন ঘোষিত কমিটির জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।

এ সময় নেতাকর্মীদের পতি ধন্যবাদ জ্ঞাপন করেও সাধারণ স¤পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না। এরপর দলীয় কার্যালয় প্রাঙ্গনে সংক্ষিপ্ত সভায় বক্তৃতা দেন এই দুই নেতা। সংক্ষিপ্ত সংবর্ধনা সভা পরিচালনা করেন জেলা বিএনপির প্রচার স¤পাদক অধ্যাপক আকতার চৌধুরী।

এ সময় জেলা বিএনপির দপ্তর স¤পাদক ইউসুফ বদরী, সহ-সাংগঠনিক স¤পাদক এম. মোকতার আহমদ, আতাউল্লাহ বোখারী, যুব বিষয়ক স¤পাদক ছৈয়দ আহমদ উজ্জল, নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন জিকু, জিসান উদ্দিন জিসান, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, টেকনাফ বিএনপির সভাপতি জাফর আলম, টেকনাফ পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাকসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। নতুন কমিটিতে কারা স্থান পেয়েছে তা দেখতে এ সময় উৎসাহী নেতাকর্মীরা দলীয় কার্যালয় প্রাঙ্গনে প্রচুর ভীড় করে। নতুন নেতৃত্বকে ফুল দিয়ে বরণ করে নেয়।

পাঠকের মতামত

Single Page Bottom

বিসিআরসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড- ২০২৫ এ ভূষিত হলেন পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম

পর্যটন খাতের আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম ময়মনসিংহ ...

সাজেদা বেগমকে গর্জনিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব অর্পন

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি:: গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ...

সাংবাদিক জসিম আজাদের বসতভিটা দখলের ঘটনায় বাবু সহ ৩ জন কারাগারে

কক্সবাজারের উখিয়ায় সাংবাদিকের বসতভিটা দখলের অভিযোগে স্থানীয়ভাবে পরিচিত মাহফুজ উদ্দিন বাবু ও তাঁর দুই সহযোগীকে ...
Single Page Footer