প্রকাশিত: ২৩/০২/২০১৭ ৯:২৮ এএম

নিউজ ডেস্ক::
বিভিন্ন অলৌকিক ভয়ভীতি দেখিয়ে মানুষকে প্ররোচিত করে টাকা আদায়ের অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নগরীর বায়েজিদ থানায় দায়ের হওয়া একটি মামলায় গাইবান্ধা থেকে গ্রেপ্তারের পর গত মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হয়। তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গ্রেপ্তারকৃত প্রতারকরা হল- ময়দুল ইসলাম (৪৫) ও জাহাঙ্গীর আলম প্রধান (৩০)। তাদের দু’জনের বাড়িই গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে। তারা নিজেদের ‘জীনের বাদশা’ পরিচয় দিয়ে ফোন করে এবং টাকা দাবি করে। বিভিন্ন অলৌকিক ভয়ভীতি দেখিয়ে বিকাশ (মোবাইল লেনদেনের মাধ্যম) এবং এস.এ. পরিবহনের মাধ্যমে টাকা পাঠানোর জন্য তারা মানুষকে প্ররোচিত করে। উল্লেখ্য, গত বছরের ১ ডিসেম্বর বায়েজিদ এলাকায় এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা আত্মসাৎ করে। মামলা দায়েরের পর বিকাশ নম্বরের সূত্র ধরে অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ থেকে মঙ্গলবার দু’জনকে আটক করা হয়। ঘটনার সত্যতা স্বীকার করে পিবিআই চট্টগ্রামের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা আজাদীকে জানান, জাহাঙ্গীরের নেতৃত্বে প্রতারক চক্রটি নিজেদের জীনের বাদশা আবার কখনও পীর-দরবেশ পরিচয় দিয়ে ফোনে ধর্মীয় বিভিন্ন কথাবার্তা বলে বিশ্বাস সৃষ্টি করে। এরপর বিকাশ কিংবা এস.এ পরিবহনের মাধ্যমে টাকা আদায় করে আসছে।

পাঠকের মতামত

বিটিভি’র “নতুন কুঁড়ি ২০২৫”-এ উখিয়ার তিন শিক্ষার্থীর দুর্দান্ত সাফল্য

মুজিবুর রহমান:: বাংলাদেশ টেলিভিশন ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ...

রোহিঙ্গা সংকটযুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য অনুদান কমানোয় বাংলাদেশের ঋণ ৪০০ মিলিয়ন

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র গত বছর অনুদান দিয়েছিল ৩০০ মিলিয়ন ডলার। কিন্তু চলতি ...

সীমান্তবর্তী প্রতিটি স্কুল-কলেজের শিক্ষার্থীদের সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করবো: শাহজাহান চৌধুরী

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ ও হুইপ জননেতা শাহজাহান চৌধুরী বলেছেন, ক্লাসে ন্যূনতম ৭০ ...

১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, তবে ডিসেম্বর পর্যন্ত রাত্রিযাপন নিষিদ্ধ

সেন্টমার্টিন দ্বীপ পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে আগামী ১ নভেম্বর থেকে। পর্যটন মৌসুম চলবে ফেব্রুয়ারি ...