প্রকাশিত: ২৩/০৮/২০১৬ ৯:৩৩ এএম

এম,এস রানা ::

গত ৪ জুন অনুষ্টিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে  ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে  বর্তমান চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরীর বিরুদ্বে দায়ের করা মামলা টি স্হগিত করেছে কক্সবাজার সিনিয়র জর্জ আদালত।
গত ৪ই জুন ২০১৬ ইং অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নে ব্যাপক ভোট কারচুপি ও অনিয়ম  অভিযোগে এনে কক্সবাজার সিনিয়র জর্জ আদালতের নির্বাচন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন ঐ ইউনিয়নের পরাজিত  চেয়ারম্যান প্রার্থী এস,এম ছৈয়দ আলম  যার মামলা নং  ২৭/২০১৬, এদিকে  উক্ত মামলার বিরুদ্বে একই ট্রাইব্যুনালে  আপিল করেন বিপুল ভোটে জয়ী হওয়া চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী যার আপিল নং ১/২০১৬
গত ২১ আগস্ট মাননীয় জর্জ আদালত নির্বাচন ট্রাইব্যুনাল  মামলার সার্বিক বিষয় তদন্ত ও বিবেচনা করে উক্ত মামলাটি স্থগিত করেন।
চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী বলেন, জনগনে দেওয়া রায় কে অস্বীকার করে মিথ্যা আশ্রয় নিয়ে মামলা যারা করে তারা জন বিচ্ছিন্ন নেতা, তারা কখনো সাধারন জনগনের মঙ্গল করতে পারেনা,
ইউনিয়ন বাসী শত বাধাঁ কে উপেক্ষা করে বিপুল ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ
জালিয়া পালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবকটি কেন্দ্রে জনগণ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ভোট প্রদানের চিত্রই প্রমাণিত করে নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। উল্লেখ্য গত ৪ জুনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী এস,এম ছৈয়দ আলম কে প্রায় হাজার ভোটের ব্যবধান পরাজিত করে,বি এন পি সমর্থীত প্রার্থী সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী উক্ত ইউনিয়নের ভোট অবাধ সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে অনুষ্টিত হলেও, ভোট কারচুপির অভিযোগ এনে এ মামলা কারা হয়।

পাঠকের মতামত

২২ টি মোবাইল টীমের মাধ্যমে উখিয়ায় স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে প্রান্তিক

তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যে তাপমাত্রায় মানুষ ঘর থেকে বের হতে ভয় পায়। সেখানে ...

টেকনাফে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্থ হতদরিদ্র পরিবার “আয়েশা” পেলেন মাথা গোছার নতুন ঠাঁই !

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন এ ঘূর্ণিঝড় ‘মোখায়’ ক্ষতিগ্রস্ত হতদরিদ্র পরিবারের কাছে তুলে দিয়েছেন সেমিপাকা ...