প্রকাশিত: ২০/০২/২০২০ ৯:১৬ এএম

জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর হানাউয়ের পৃথম দুটি সিসাবারে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টা নাগাদ বন্দুকধারীরা হামলা চালায় বলে আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমকে জানিয়েছে পুলিশ।

তবে হামলাকারীরা পালিয়ে গেছে। পুলিশ তাদের আটকে অভিযান অব্যাহত রেখেছে। প্রাথমিক হামলার কারণ জানা যায়নি।

সংবাদমাধ্যম জানায়, প্রথমে শহরের প্রাণকেন্দ্রে একটি পানশালায় হামলার ঘটনা ঘটে। এরপর পাশেই আরেকটি পানশালায় হামলা চালিয়ে পালিয়ে যায় বন্দুকধারীরা। প্রথম হামলায় ঘটনাস্থলে তিনজন এবং পরের হামলার পাঁচজনের মৃত্যু হয়েছে। আটক হয়েছেন আরো পাঁচজন।

ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। এছাড়া অ্যাম্বুলেন্সের মাধ্যমে আহতদের হাসপাতালে পাঠানো হচ্ছে।

পাঠকের মতামত

আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধান প্রয়োজন: ড. ইউনূস

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং ন্যায়সঙ্গত উত্তরণের পথ নিশ্চিত করা প্রয়োজন বলে জানিয়েছেন ...

জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। এবারের নির্বাচনে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ...

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস

জাতিসংঘ সাধারণ পরিষদে হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। ...