প্রকাশিত: ০৫/০৯/২০১৭ ৭:২২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০৪ পিএম

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান জানিয়েছেন মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের চলমান সংকট জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশনে তুলে ধরবেন। সোমবার ইস্তানবুলে ঈদুল আজহার ছুটির শেষ দিনে একথা জানিয়েছেন তিনি।

এরদোয়ান বলেন, মিয়ানমারে গণহত্যায় মানবতা চুপ রয়েছে। আমি জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিয়ষটি উত্থাপন করব গুরুত্ব সহকারে। আমরা সেখানে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব।

১৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সাধারণ অনুষ্ঠিত হবে।

অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন, ওআইসি’র সভাপতি হিসেবে এরদোয়ান জানান, রোহিঙ্গা সংকট ও সমাধান নিয়ে তিনি এ পর্যন্ত প্রায় ২০টি দেশের রাষ্ট্র প্রধানের সঙ্গে কথা বলেছেন।

তুর্কি প্রেসিডেন্ট আরও জানান, তুর্কি রেড ক্রিসেন্ট ও প্রধানমন্ত্রীর দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দুর্দশার শিকার রোহিঙ্গা মুসলিমদের জন্য মানবিক সহযোগিতা অব্যাহত রাখবে।

এর আগে শুক্রবার রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সরকার গণহত্যা চালাচ্ছে অভিযোগ তুলেছেন তিনি। রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি টেলিফোনে কথা বলেছেন বেশ কয়েকটি দেশের সঙ্গে। এসব দেশের মধ্যে রয়েছে, বাংলাদেশ, সৌদি আরব, কাতার, কুয়েত, আজারবাইজান, পাকিস্তান, ইরান, মৌরিতানিয়া, কাজাক, সেনেগাল ও নাইজেরিয়া।

২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। অভিযানে ৪ শতাধিক মানুষ নিহত হয়েছেন, জ্বালিয়ে দেওয়া হয়েছে ২৬০০-র বেশি ঘরবাড়ি। গৃহহারা হয়ে সোমবার পর্যন্ত প্রায় ৯০ হাজার রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। নো-ম্যানস ল্যান্ডে আটকা আছেন আরও কয়েক হাজার। সূত্র: মিডল ইস্ট মনিটর।

পাঠকের মতামত

৫ বছর পর জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু জান্তাশাসিত মিয়ানমারে

অবশেষে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমারে। ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের ...

মিয়ানমারে জনগণকে ভোট দিতে বাধ্য করতে ‘নৃশংসতা’ চালাচ্ছে জান্তা: জাতিসংঘ

মিয়ানমারের জান্তা আসন্ন সেনা-নিয়ন্ত্রিত নির্বাচনে জনগণকে ভোট দিতে বাধ্য করতে সহিংসতা চালাচ্ছে এবং ভয়ভীতিও প্রদর্শন ...

দিল্লির পর কলকাতাতেও বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

ভারতের নয়াদিল্লির পর এবার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের (ডেপুটি হাইকমিশন) সামনে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। মঙ্গলবার ...

ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জাতিসংঘ মহাসচিবের, বিচার নিশ্চিতের আহ্বান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের ...

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি জানুয়ারিতে

রাখাইনের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার শুনানি জানুয়ারিতে শুরু হচ্ছে। ...

জেনেভায় রোহিঙ্গা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, অগ্রগতি তুলে ধরবে বাংলাদেশ

‘গ্লোবাল রিফিউজি ফোরাম (জিআরএফ) প্রোগ্রেস রিভিউ ২০২৫’ শুরু হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ...