ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/১২/২০২২ ১০:১৮ এএম

আফগান তালেবান প্রশাসন ও মিয়ানমার জান্তা জাতিসংঘে রাষ্ট্রদূত পাঠাতে পারে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত দ্বিতীয়বারের মতো স্থগিত হয়েছে। তবে সংশ্লিষ্ট কমিটির প্রতিবেদন অনুসারে, নয় মাসের মধ্যে প্রতিনিধিত্বের বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে। খবর রয়টার্স।

১৯৩ সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদে প্রতিবেদনটি আগামীকাল শুক্রবার (১৬ ডিসেম্বর) অনুমোদন পাবে। যেখানে লিবিয়ার আসন দাবির সিদ্ধান্তও পিছিয়ে দেয়া হয়েছে।

নয় সদস্যের জাতিসংঘের ক্রেডেনশিয়াল কমিটিতে রয়েছে রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র।

গত বছর দীর্ঘ লড়াইয়ের পর পশ্চিমা সমর্থিত সরকারকে হটিয়ে আফগানিস্তানে ক্ষমতায় বসে তালেবান ও মিয়ানমারে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসে জান্তা। এরপর জাতিসংঘে দুই সরকারের পক্ষ থেকে নতুন প্রতিনিধি নিয়োগ দেয়া হয় এবং আগের সরকারের প্রতিনিধির নিয়োগ বাতিল করা হয়।

ক্ষমতায় আসার পর থেকেই দুই সরকার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে ক্ষেত্রে জাতিসংঘ নতুন প্রতিনিধিদের স্বীকৃতি দিলে সেই পথে তারা এক ধাপ এগিয়ে যাবে। কিন্তু দ্বিতীয়বারের মতো সেই দাবি স্থগিত হলো।

এ দিকে লিবিয়াও জাতিসংঘে প্রতিনিধি দেয়ার দাবি জানিয়ে আসছিল। দেশটির ভাষ্য, বর্তমানে ত্রিপোলিতে জাতীয় ঐক্য সরকার ক্ষমতায় রয়েছে।

গত ১২ ডিসেম্বর জাতিসংঘের ক্রেডেন্সিয়াল কমিটির বৈঠক হয়। সেখানে মিয়ানমার, আফগানিস্তান ও লিবিয়ার প্রতিনিধিত্ব স্থগিত রাখার প্রস্তার আসে। তবে আগামী বছরের সেপ্টেম্বরের মাঝামাঝির আগে দেশগুলোর আবেদন বিবেচনা করা হতে পারে।

পাঠকের মতামত

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...

বৈশ্বিক অনুদান কমায় রোহিঙ্গা শিশুদের পড়ালেখার ক্ষতি হচ্ছে

বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরে শিশু শিক্ষার পরিস্থিতি আরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান ...

যে কারনে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প

এবার ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। পাবলিকান আইনপ্রণেতা ...