প্রকাশিত: ১১/০৩/২০১৭ ৫:৪৬ পিএম , আপডেট: ১১/০৩/২০১৭ ৭:১৬ পিএম
নিজস্ব প্রতিবেদক::
পেটে ২০ কেজির মত একটি টিউমার নিয়ে চিকিৎসার অভাবে টেকনাফের বাহারছরা শামলাপুর বাজারে রাস্তার পাশে যন্ত্রনায় কাতরানো অসহায় অভিভাবকহীন জমিলা নামের সেই নারীর চিকিৎসার ব্যবস্থা হয়েছে। টেকনাফ বাহারছড়ার বড়ডেইল এলাকায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এমপি আলহাজ্ব আবদুর রহমান বদি সিআইপির বদন্যতায় অবশেষে সেই অভিভাবকহীন নারীর চিকিৎসার সুযোগ মিলেছে। শুধু জমিলা নন, এমপি বদি বদান্যতায় অনেক অসহায় রুগী এবং শিক্ষার্থী আলোর মুখ দেখার রেকর্ড রয়েছে।
জানা যায়, চিকিৎসার অভাবে টেকনাফের বাহারছরা শামলাপুর বাজারে রাস্তার পাশে যন্ত্রনায় কাতরানো অভিভাবকহীন জমিলা নামের সেই নারীর বিষয়ে স্যোশাল মিডিয়া ও অন-লাইন মিডিয়ায় প্রচারিত হলে টেকনাফ-উখিয়া থেকে নির্বাচিত সরকার দলীয় এমপি আলহাজ্ব আবদুর রহমান বদি সিআইপির নজরে আসে। তিনি লোক পাঠিয়ে অসহায় অভিভাবকহীন জমিলাকে এনে কক্সবাজার খতীব আল ফুয়াদ হাসপাতালে ভর্তি করিয়ে দেন। তিনি জমিলার চিকিৎসার যাবতীয় ব্যয় ভার গ্রহণ করেছেন বলে জানা গেছে।
এলাকাবাসী সুত্রে জানা যায় এই নারীর চিকিৎসার জন্য অনেকেই সাহায্য সহযোগিতা করতে রাজি আছেন, কিন্তু অসুস্থ নারীর টিউমার অপারেশনের সময় ডাক্তারের কাছে স্বাক্ষর দেওয়ার জন্য একজন অভিভাবক পাওয়া যায়নি। অসুস্থ নারীর আত্মীয়-স্বজন তাঁর কোনই খোঁজ খবর রাখেননি। টিউমার আক্রান্ত নারীকে যন্ত্রণায় শামলাপুর বাজারের রাস্তায় কাতরাতে এবং এসময় অনেক মানুষকে উক্ত নারীর প্রতি সহানুভূতি প্রকাশ করতে দেখা যায়। সকলেই তাঁর চিকিৎসা খরচের জন্য সাহায্য সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করলেও কেউ রুগীর দেখাশুনা করার এবং সাহায্যের টাকা সংগ্রহ করার জন্য একজন বিশ্বস্থ অভিভাবক ছিলনা। বাহারছড়ার সর্বস্তরের মানুষ অসহায় এই নারীর সাহায্যে এগিয়ে আসার জন্য একজন মানবপ্রেমী মানুষকে অভিভাবক হিসেবে চেয়ে এবং সমাজের বিক্তবানদের এ নারীর চিকিৎসার জন্য এগিয়ে আসার আহবান জানিয়েছিল।

পাঠকের মতামত

মৎস্য খাতের অগ্রযাত্রায় নেদারল্যান্ডস-বাংলাদেশের যৌথ উদ্যোগ

মৎস্য খাতের টেকসই উন্নয়নে বাংলাদেশকে দীর্ঘমেয়াদী সহযোগিতার আশ্বাস দিয়েছে নেদারল্যান্ডস সরকার। বিশেষত কৃষি ও জলজ ...

সন্তান কোলে হেলিকপ্টারে করে বিয়ে, পরকীয়ায় স্ত্রী পালানোর ‘জবাব’ দিলেন স্বামী

দাম্পত্য জীবনে বিচ্ছেদ এলে অনেকেই ভেঙে পড়েন, অনেকে দীর্ঘ সময় বিষণ্নতায় কাটান। তবে মুন্সিগঞ্জের কামাল ...

রোহিঙ্গা ক্যাম্পে শান্তি ও নিরাপত্তা জোরদার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শান্তি ও নিরাপত্তা জোরদার করণ বিষয়ে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে বিশেষ ...

নাফ নদের ৩৩ কি.মি. ও সেন্টমার্টিন পর্যন্ত ২০ কিমিতে বসেছে ৬ রাডারসীমান্ত ও সমুদ্রে নজরদারিতে রাডার ড্রোন থার্মাল ক্যামেরা

এবার দেশের সীমান্ত ও সমুদ্র সুরক্ষায় অত্যাধুনিক প্রযুক্তির নজরদারি রাডার, ড্রোন ও থার্মাল ক্যামেরা যুক্ত ...

তদন্তের নির্দেশ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজিকেটেকনাফে হত্যা মামলার এজাহার পাল্টে দিল পুলিশ

কক্সবাজারের টেকনাফে একটি হত্যা মামলার এজাহার পুলিশ কর্মকর্তারা পরিবর্তন করে দিয়েছেন- এমন অভিযোগে আদালতে মামলা ...