প্রকাশিত: ১২/০১/২০১৮ ৮:২৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:১০ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

রাজধানীর পূর্ব তেজকুনিপাড়ায় একটি ভবনে জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। এতে জঙ্গিদের গুলিতে দুই র‌্যাব সদস্য আহত হয়েছে। অভিযানে ভেতরে একাধিক জঙ্গি নিহত হয়েছে বলে ধারণা করছে র‌্যাব।

শুক্রবার (১২ জানুয়ারি) গভীর রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় ও এমপি হোস্টেলের ঠিক পিছনেই ওই এলাকার ছাপড়া মসজিদ সংলগ্ন ১৩/১ রুবি ভিলা নামে একটি ৬তলা ভবনে এ অভিযান শুরু করে র‌্যাব।

ভোরে র‌্যাব সদর দফতরের মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার মুফতি মাহমুদ খান ব্রেকিংনিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

ভেতরে জঙ্গিদের অবস্থান কিংবা সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি ব্রেকিংনিউজকে বলেন, ‘র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি ও গ্রেনেড ছুড়তে থাকে। র‌্যাবও পাল্টা গুলি ছুড়ে। এখনও ভেতরের অবস্থা কিছু জানতে পারিনি। বাসাটা ঘেরাও রেখে আমরা অভিযান শুরু করেছি।’

এর পর সকাল সোয়া ৭টার দিকে তিনি বলেন, ‘৬ তলা ভবনের পঞ্চম তলায় জঙ্গিরা অবস্থান করছে। র‌্যাবের গুলিতে ভেতরে একাধিক জঙ্গি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ভেতরের সার্বিক অবস্থা এখনও স্পষ্ট নয়।’

র‌্যাবের এই মুখপাত্র জানান, ‘ভবনটির অন্যান্য বাসিন্দাদের এই মুহূর্তে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে। আমরা ভবনটির বাসিন্দাদের জীবন ঝুঁকিমুক্ত রাখতে চাই। ভেতরে মোট কতজন জঙ্গি অবস্থান করছে তা এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না। আহত দুই র‌্যাব সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।’

অভিযান শেষ হলে এ ব্যাপারে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের মিডিয়া উইং মুফতি মাহমুদ খান।

এ ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভোরে জঙ্গিবিরোধী অভিযান শুরু হলে হঠাৎ গুলি আর গ্রেনেডের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। অনেককে চিৎকার-চেঁচামেচি করতেও শোনা যায়।

র‌্যাব এ মুহূর্তে এলাকাটি সিলগালা করে রেখেছে।

পাঠকের মতামত

রামুতে ইয়াবাসহ নারী আটক

কক্সবাজারের রামুতে চেকপোস্টে অভিযান চালিয়ে ১০ হাজার ২০০ ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে বর্ডার ...

টেকনাফে চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব; আতংকিত না হওয়ার পরামর্শ স্বাস্থ্য বিভাগের

জসিম উদ্দিন টিপু,টেকনাফ:: টেকনাফজুড়ে ঘরে ঘরে চিকনগুনিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রায় বাড়ী-ঘরে শিশু থেকে ...

নিম্নচাপের প্রভাব: কক্সবাজার সৈকতে ভাঙন, লোকালয়ে জোয়ারের পানি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি ঢুকে কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী ও সেন্টমার্টিন দ্বীপের কিছু এলাকা ...

সেন্টমার্টিনে খাদ্য সংকট, লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি

তিনদিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সবধরণের নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে সেন্টমার্টিন দ্বীপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র ...