জোহরান মামদানি নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্কে ইতিহাস গড়েছেন জোহরান মামদানি। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এই মুসলিম রাজনীতিক ...
আন্তর্জাতিক ডেস্ক: দ্বিতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুরে কলকাতার প্রশস্ত রেড রোডে শপথ গ্রহণ করেন তিনি।
৪২ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী আছে ২৯ জন। ১৩ জন প্রতিমন্ত্রীর মধ্যে পাঁচজন স্বাধীন দায়িত্বে রয়েছেন। মন্ত্রিসভার সদস্যদের মধ্যে ছয়জন মুসলিম রয়েছেন।
শপথ নেয়া মুসলিম মন্ত্রীরা হলেন- জাভেদ খান, আবদুর রেজ্জাক মোল্লা, সিদ্দিকুল্লা চৌধুরী, গোলাম রাব্বানি, জাকির হোসেন, গিয়াসউদ্দিন মোল্লা।
ভারতের গণমাধ্যম সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভায় ৪২ জনের মধ্যে নতুন মন্ত্রী হয়েছেন ১৮ জন। আর বাদ পড়েছেন নয়জন। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্ত্রিসভার নারী সদস্য চারজন। মালদা ছাড়া সব জেলা থেকেই মন্ত্রী করা হয়েছে।
পাঠকের মতামত