প্রকাশিত: ২৮/১১/২০১৭ ৭:৩৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:২৬ এএম

সংবাদ বিজ্ঞপ্তি

চ্যানেল আই সেরা কন্ঠ প্রতিযোগীতায় সেরা ১৬ তে স্থান করে নিয়েছে কক্সবাজারের মেয়ে মারুফা জন্নাত তৃষা। ঢাকার চ্যানেল আই স্টুডিওতে ধারন করা পর্বটি প্রচারিত হবে  মঙ্গলবার রাত ৭ টা ৫০ মিনিটে। সেই সাথে অনুষ্ঠানটি সম্প্রচারের পর থেকে খোলা হবে ভোটিং লাইন। তৃষাকে ভোট করতে মোবাইল-এর ম্যাসেজ অপশনে গিয়ে SK লিখে space দিয়ে টাইপ করুন Trisha এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে, যে কোন মোবাইল থেকে যত খুশী ততবার। এদিকে কক্সবাজারের প্রতিশ্রুতিশীল কন্ঠশিল্পী তৃষাকে ভোট করে এ পর্যটন শহরের সাংস্কৃতিক ভাবমূর্তি অক্ষুন্ন রাখার অনুরোধ জানিয়েছেন কক্সবাজার মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশন, কমবা’র সাধারন সম্পাদক বিশ্বজিত ধর লালন।

পাঠকের মতামত

নায়িকা নুসরাত ফারিয়া আটক

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার বিরুদ্ধে ২০২৪ সালের ...