প্রকাশিত: ২৮/১১/২০১৭ ৭:৫৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:২৬ এএম

মিয়ারমারের বেসামরিক সরকারপ্রধান ও রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি চীন সফরে যাচ্ছেন। সংবাদমাধ্যম ‘দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার’ জানিয়েছে, অচিরেই বেইজিং সফর করেবন। চীনের সংবাদ সংস্থা সিনহুয়ার খবর অনুযায়ী, ৩০ নভেম্বর ওই বৈঠক শুরু হবে। চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত । সফরের ব্যাপারে নিশ্চিত হতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স সু চির দফতরে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছে।

রাখাইনে দমন-পীড়নের মুখে গত তিন মাসে সোয়া ছয় লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার প্রেক্ষাপটে এই সংকটের জন্য মিয়ানমারের সেনাবাহিনীকে দায়ী করে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। আগস্টে জোরালো হওয়া রোহিঙ্গা নিধনযজ্ঞের বিরুদ্ধে চীন কোনও অবস্থান নেয়নি। ‘দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার’ পত্রিকার খবরে বলা হয়, বেইজিংয়ে বিশ্বনেতাদের এক ফোরাম বৈঠকের আয়োজন করেছে কমিউনিস্ট পার্টি অব চীন। সেই বৈঠকে যোগ দিতে শিগগিরই সু চি সেখানে যাচ্ছেন।

বিপন্ন রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত মানবতাবিরোধী অপরাধ নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা হলেও চীনের অবস্থান মিয়ানমারের পক্ষে। রোহিঙ্গা নিপীড়নের বিরুদ্ধে জাতিসংঘের একটি প্রস্তাব আটকে দিয়েছিল তারা। মিয়ানমার সেনাবাহিনীর সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী চীন। মিয়ানমারে  তাদের বিপুল বিনিয়োগও রয়েছে। এমন পরিস্থিতিতে উত্তরের ঘনিষ্ঠ প্রতিবেশী দেশটিকে কাছে টানতেই মিয়ানমারের নেত্রীর কাছে এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এর আগে গত ২৪ নভেম্বর বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে সাক্ষাত করেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং। প্রেসিডেন্ট শি’র সঙ্গে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেছেন বলে নিজের অফিশিয়াল ফেসবুক পোস্টে দাবি করেন তিনি।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের ৩০ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা শরণার্থীদের জন্য জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিভাগ এবং ইউএসএআইডিয়ের মাধ্যমে কক্সবাজার, ভাসানচর এ অঞ্চলের ...