
জে,জাহেদ বিশেষ প্রতিবেদকঃ
কর্ণফুলী উপজেলার বড়উঠোন এলাকায় প্রবাসীর বাড়িতে অনধিকার প্রবেশ করে চার নারীকে ধর্ষণ ও পরে ডাকাতি ঘটনায় আরো ১জনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গ্রেফতার জহিরুল ইসলাম হাওলাদার (২৬) ঝালকাঠি জেলার সুতালরি থানার কৃঞ্চকাঠি গ্রামের হানিফ হাওলাদারের ছেলে বলে তথ্য পাওয়া যায়।
ওই যুবকের বিষয়ে জবানবন্দিতে তথ্য দিয়েছিলেন গ্রেফতার হওয়া আসামি মিজান মাতব্বর এমন খবর গনমাধ্যমকে নিশ্চিত করে প্রশাসন।
বুধবার (০৩ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর যাত্রাবাড়ি থানার সায়েদাবাদ বাসস্টেশন থেকে জহিরুলকে আটক করা হয়।
তথ্যমতে, চার নারী ধর্ষণের ঘটনায় এর পুর্বে কর্ণফুলী থানা আবু,ফারুক,বাপ্পী ও পিবিআই মিজান মাতব্বর,আবু সামা,হান্নান এবং শেষে ঢাকা হতে জহিরুল সহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা আটকের সত্যতা স্বীকার করে জানান,এই সেই জহিরুল যে মিজান মাতব্বরের সাথে কর্ণফুলীতে চার নারী ধর্ষণের সাথে জড়িত। এবং ঘটনার পুর্বে সে ঢাকা হতে যায় আর শেষে ফিরে যায় ঢাকায়।
গত ১২ ডিসেম্বর গভীর রাতে কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের শাহ মিরপুর গ্রামে একটি বাড়িতে ডাকাতি করতে গিয়ে বাড়ির চার নারীকে ধর্ষণ করে ডাকাতরা। চারজনের মধ্যে তিনজন প্রবাসী তিন ভাইয়ের স্ত্রী, অন্যজন তাদের বাড়িতে বেড়াতে আসা ননদ।
গত ২৬ ডিসেম্বর মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই।
পাঠকের মতামত