
উখিয়ার পূর্বাঞ্চলখ্যাত জনপদ রাজাপালং ইউনিয়নের প্রত্যন্ত গ্রামীন জনপদে সদ্য প্রতিষ্টিত চাকবৈঠা উচ্চ বিদ্যালয়ে ছাত্র/ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীরা নতুন বই পেয়ে আনন্দে উচ্ছসিত। রতœাপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী অনাবদ্য প্রচেষ্টায় বৃহত্তর এ জনপদে সদ্য প্রতিষ্টিত চাকবৈঠা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হতে পেরে অভিভাবক, ছাত্র/ছাত্রী এমনকি বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উক্ত বিদ্যালয় প্রতিষ্টাতাকে আন্তরিক ধন্যবাদ জানান। বই বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মীর সাহেদুল ইসলাম চৌধুরী রোমান, মাওলানা সিরাজুল হক, শাহজাহান আলী, মাওলানা আব্দুল খালেক, আব্দুল করিম পাশা, মুফিদুল আলম, আশরাফ আলী, আব্দুল খালেক, মাষ্টার হামিদুল হক, ইউছূপ, আব্দু ছাত্তার, লূৎফা, মনজুর আলম প্রমূখ। সারাদেশের ন্যায় উখিয়ার প্রতিটি সরকারি,বেসরকারি শিক্ষার্থী প্রতিষ্টানে নতুন বছরের শুরুতে বই পেয়ে ছাত্র/ছাত্রীদের মাঝে বই উৎসবের মতো আনন্দ অনূভূত হতে দেখা গেছে।
পাঠকের মতামত