ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০৪/২০২৫ ৯:৩০ এএম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির জাঙ্গালিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত কোর্টবাজারের ব্যবসায়ীদের পরিবারের পাশে দাঁড়িয়েছে উখিয়ার ‘কোর্টবাজার দোকান মালিক সমবায় সমিতি’।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে কোর্টবাজার দোকান সমিতির ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ প্রায় ২২টি পরিবারের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন।

এসময় তারা নিহত ও আহতদের পরবিাবের খোঁজ খবর নেন। আহত ও নিহত ২২টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। পরে নিহতদের কবর জিয়ারত করেন।

এর আগে, ৯ এপ্রিল সমিতির নিজস্ব কার্যালয়ে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, “আমরা প্রত্যেকটি পরিবারে গিয়েছি, কান্না শুনেছি, শোকের ভার অনুভব করেছি। অনেক পরিবার একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা। তাই আমাদের দাবি এই মহাসড়কগুলোকে দ্রুত আধুনিক ও নিরাপদ করা হোক। ছয় লেন ও দুই লেনের সড়ক বাস্তবায়ন হলে দুর্ঘটনার হার অনেকাংশে কমে আসবে বলে আমরা বিশ্বাস করি।”

‘কোর্টবাজার দোকান মালিক সমিতি’র সভাপতি খোরশেদ আলম বাবুল বলেন, “আমরা মানবিক দায়িত্ববোধ থেকেই এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি। এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটুক। এজন্য আমরা সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতি দাবি জানাচ্ছি, ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে দ্রুত ছয় লেনে উন্নীত করা হোক এবং টেকনাফ-উখিয়া-কক্সবাজার সড়ককে দুই লেনে সম্প্রসারণ করা হোক। এসব উন্নয়ন না হলে দুর্ঘটনা কমবে না।”

উল্লেখ্য, গত ৩১ মার্চ সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতির জাঙ্গালিয়া এলাকায় কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাস ও বিপরীতমুখী মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন এবং আহত হন আরও অন্তত ৬ জন। এদের সবাই কোর্টবাজারের ব্যবসায়ী।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...