প্রকাশিত: ০৩/০৪/২০২০ ৯:৩২ পিএম

চট্টগ্রামে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত একজন শনাক্ত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, ফৌজদারহাটের বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় একজনের শরীরে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। আক্রান্ত রোগী একজন পুরুষ। তার বয়স ৬২ বছর। তিনি পরিবার নিয়ে চট্টগ্রামের দামপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলোশনে রয়েছেন।

আজ চট্টগ্রামে ৩৩ জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছিলো সেখানেই এই একজনের করোনাভাইরাস পজেটিভ এসেছে। এখন পর্যন্ত চট্টগ্রামে নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৮ জনের।

পাঠকের মতামত

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নিন্দা ও প্রতিবাদ

গাজীপুরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সংঘবদ্ধ সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার ...