প্রকাশিত: ০৩/০৬/২০১৭ ১০:২৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৯ পিএম

নিউজ ডেস্ক :;
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. হোসেন (৪২)। শুক্রবার রাত ৮টার দিকে ওই এলাকার ক্যাফে ডি সুলতান হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার হোসেন কক্সবাজারের উখিয়া থানার বার্মিজ ক্যাম্পের বাসিন্দা।

ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘ইয়াবাগুলো ঢাকায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আটক হোসেন ওই হোটেলের সামনে বাসের জন্য অপেক্ষা করছিল। গোপন সংবাদ ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশি করে ৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।’

ওসি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউসুফ নামে একজনের কাছ থেকে ইয়াবাগুলো নিয়েছে বলে জানিয়েছে হোসেন। আমরা ইউসুফকে ধরার চেষ্টা করছি।’

এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি মোহাম্মদ মহসিন।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...