প্রকাশিত: ১৭/০৯/২০১৬ ৯:০৮ পিএম

picer-chakaria-17-09-16-max-width-640-max-height-480এ.এম হোবাইব সজীব,চকরিয়া::
মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে কক্সাবাজারের চকরিয়ায় ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “মিড ডে মিল” চালুকরণ পূর্বক কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন।

তিনি শনিবার ১৭সেপ্টেম্বর বেলা ১২টায় উপজেলার মোহনা মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠিত বর্ণাঢ্য এ মতবিনিময় সভার সভাপতিত্বে করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাফর আলম বি.এ (অনার্স) এম.এ ও পৌরসভা মেয়র আলমগীর চৌধুরী। এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ সহকারী শিক্ষকগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পুরো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আনোয়ারুল কাদের। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আলী হোসেন ৫টি বিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে মিড ডে মিলের খাবার প্যাকেট তুলে দেন।

উল্লেখ্য, মিড ডে মিল চালুকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- উপজেলার পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, করাইয়াঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খামারপাড়া বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিরিঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পাঠকের মতামত

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন 

উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বর্তমান কমিটির দায়িত্ব শেষ ...

বেপরোয়া আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট, পাচার হচ্ছে কোটি কোটি টাকা

আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট হুন্ডির মাধ্যমে অবৈধভাবে বিদেশ ও ইয়াবার টাকা পাচার অব্যাহত রেখেছে। ...