প্রকাশিত: ১৩/১১/২০১৭ ৯:৪৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:১২ এএম

চকরিয়া প্রতিনিধি::
চকরিয়া উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিভিন্ন ফার্মেসী থেকে ৭০ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করেছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করেন।
সোমবার দুপুর ১টা থেকে ৪টা পর্যন্ত চকরিয়া পৌরশহরের বিভিন্ন ফার্মেসীতে এ অভিযান চালানো হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, মেয়াদউত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি, ওষুধের ফ্রিজে গরুর মাংস রাখাসহ নানা অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় বিভিন্ন ফার্মেসীকে ৭০ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...