ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৫/২০২৫ ৪:৫৮ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ছিটকে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন বেসরকারি কোম্পানিতে চাকরিরত মোটরসাইকেল আরোহী এক কর্মকর্তা।

আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে মহাসড়কের চকরিয়া সরকারি কলেজ গেটের সামনে এই ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম মোহাম্মদ শাহজাহান (৪৫)। তিনি কুমিল্লার কোতোয়ালী থানার বাগিচাগাঁও এলাকার শামসুজ্জামান ভূঁইয়ার পুত্র।

চাকরির কারণে চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি একটি বেসরকারি ভেটেরিনারি কোম্পানিতে বিপনন (মার্কেটিং) কর্মকর্তা হিসেবে চাকরিরত ছিলেন।

মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন জানান, নিজের ব্যবহৃত মোটরসাইকেল সার্ভিসিং করতে যায়। এ সময় মহাসড়ক পার হতে গেলে উত্তর দিক থেকে আসা মেঘনা গ্রুপের মিনি কাভার্ড ভ্যান সজোরে ধাক্কা দেয় মোটরসাইকেলকে। এতে মোটরসাইকেলসহ আরোহী শাহজাহান সড়ক থেকে ছিটকে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

তিনি আরও জানান- খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...

উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণ, ইউনিফর্ম, অস্ত্র-গুলি ও হাতকড়াসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবককে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টা এবং প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ ...