
শ.ম.গফুর::
উখিয়ার পার্শবতী নাইক্ষ্যংছড়ির ঘুমধুম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন ব্যাপক উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।১৮ ফেব্রুয়ারী(রবিবার) সকাল ১০ থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে।অভিভাবক প্রতিনিধির সদস্য (পুরুষ) ৪ টি পদের বিপরীতে ৬ জন,অভিভাবিকা সদস্য (মহিলা) একটি পদের বিপরীতে ২ জন সহ মোট ৮ প্রার্থী প্রতিদন্ধিতা করেন। ৩২৮ ভোটারের মধ্যে ২৯৫ জন অভিভাবক ভোটাধিকার প্রয়োগ করেন।নির্বাচিতরা হলেন মৌলভী নুরুল আমিন মোরগ প্রতীকে প্রাপ্ত ভোট ২৩৩ , এম কে শাহ কামাল আনারস প্রতীকে প্রাপ্ত ভোট ২২৪ , নুরুল ইসলাম চেয়ার প্রতীকে প্রাপ্ত ভোট ১৭৫ , আবুল কাশেম ফুটবল প্রতীকে প্রাপ্ত ভোট ১৬১। তাদের নিকটতম প্রতিদন্ধী আব্দুল মালেক রিক্সা প্রতীকে পান ১৪৬ ভোট, জহিরুল ইসলাম সোনালী হরিণ প্রতীকে পান ১০৯ ভোট,মহিলা সদস্য পদে আয়েশা বেগম টিউবওয়েল প্রতীক নিয়ে ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদন্ধী খুরশিদা বেগম কলসি প্রতীকে পান ১৩৯ ভোট। দাতা সদস্য পদে বিনা প্রতিদন্ধিতায় জাহেদ আলম,শিক্ষক প্রতিনিধি পদে বিনা প্রতিদন্ধিতায় খোকন কান্তি দাশ ও রুপন কান্তি নাথ নির্বাচিত হন।প্রধান নির্বাচন কর্মকর্তা ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম,সহকারী ছিলেন বান্দরবান জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক শামসুন্নাহার,উপজেলা অফিস সহকারী নুরুল আবসার।এসময় ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশ ইনচার্জ ওসি ( তদন্ত) ইমন কান্তি চৌধুরী,এস আই আলমগীর কবির,এ এস আই জমির উদ্দিন,নাইক্ষ্যংছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজা মিয়া,ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি খালেদ সরওয়ার হারেজ,ঘুমধুম ইউপির প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন,বিদ্যালয়ের সভাপতি জাহেদ আলম,বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল বশর,মাস্টার শাহজাহান,মৌজা হেডম্যান নুরুল হক,সাংবাদিক শ.ম.গফুর,আওয়ামীলীগ নেতা জামাল হোসেন,ছৈয়দ নুর,যুবলীগ নেতা ছৈয়দুল বশর সহ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত