প্রকাশিত: ২১/০২/২০১৭ ৯:১৮ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

পরিবেশ আইনের বিধিনিষেধ লংঘন করে নিষিদ্ধ পল্লীতে ইটভাটা তৈরী করায় এলাকাবাসি উদ্বিগ্ন। সম্প্রতি ঘুমধুমের ফাত্রাঝিরি এলাকায় দু’ফসলি জমি ও সামাজিক বনায়ন সংলগ্ন দু’টি ইটভাটায় কয়লার পরিবর্তে সামাজিক বনের কাঠ পুড়ছে।

স্থানীয়রা জানায়, এই ইটভাটা তৈরীর শুরু থেকে লোকজন প্রতিবাদ করে আসছে। কিন্তু রাজনৈতিক ছত্রছায়ায় থাকায় প্রশাসনকে তোয়াক্কা করছে না।

ফলে এসব ইট ভাটার কালো ধোঁয়ার কারনে আশপাশের আম, কাঠাল, লিচু,কলা ও নারিকেল গাছসহ নানা ফলজ বৃক্ষে ফল না আসায় স্থানীয় চাষি পরিবার গুলো ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

পাঠকের মতামত

অস্ত্র কেনাবেচায় বিকাশ লেনদেন, কক্সবাজারে র‌্যাবের জালে তিন কারবারি

পর্যটনকেন্দ্রিক শহর কক্সবাজারের আড়ালে গড়ে উঠছে অস্ত্র কারবারিদের গোপন নেটওয়ার্ক। মাদক, মানবপাচার ও ছিনতাইয়ের পাশাপাশি ...