উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭/০৮/২০২৩ ৪:২৩ পিএম , আপডেট: ০৭/০৮/২০২৩ ৯:০৮ পিএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। একই সঙ্গে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও একজন।

সোমবার (০৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ক্যাম্প ৯ এর এ-৬ ব্লকে এ পাহাড় ধসের ঘটনা ঘটে।

পাহাড় ধসে নিহতরা হলো- মা জান্নাত আরা (২৮) ও মেয়ে মাহিম আক্তার (২)। এতে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন নিহত জান্নাত আরার স্বামী আনোয়ার ইসলাম (৩২)।

উখিয়াস্থ ৮ এপিবিএনের কমান্ডিং অফিসার মো. আমির জাফর বলেন, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়ার পানবাজার এলাকার ক্যাম্প-০৯ এর এ/৬ ব্লকস্থ পাহাড়ের পার্শ্বে অবস্থিত রোহিঙ্গা আনোয়ার ইসলামের শেডের ওপর পাহাড় ধসের ঘটনা ঘটে। পাহাড় ধসের সংবাদ পাওয়ার পর পানবাজার পুলিশ ক্যাম্পের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এরপর স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় মাটির নিচে চাপা অবস্থায় আনোয়ার ইসলামের স্ত্রী জান্নাত আরা এবং তার মেয়ে মাহিম আক্তার উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

নিহত মা ও মেয়েকে উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানাকে অবহিত করা হয়েছে। বর্তমানে ক্যাম্প এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বছরে ২ কোটি বাঁশের চাহিদায় চট্টগ্রাম–কক্সবাজারে দ্রুত উজাড় হচ্ছে বাঁশবাগান

  একসময় দেশের বিস্তীর্ণ এলাকাজুড়ে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা বাঁশবাগান এখন দ্রুত কমে আসছে। এ অবস্থায় ...

উখিয়ায় পরপর তিন ছেলেকে হত্যা, মায়ের কান্না থামানোর কেউ নেই

আব্দুল কুদ্দুস,কক্সবাজার কক্সবাজারের উখিয়া উপজেলার সমুদ্র উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একটি গ্রাম মনখালী। ...