প্রকাশিত: ০৫/০৪/২০১৮ ১:৪৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৫ এএম

ডেস্ক রিপোর্ট::
নিখোঁজের ২০ দিনের মাথায় খুলনা জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম (৪৫) কক্সবাজারের রামু থেকে উদ্ধার হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল ইসলাম স্বেচ্ছায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন। কিন্তু কী কারণে তিনি আত্মগোপন করেন সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ কর্মকর্তা টুটুল আরো জানান, গত ১৮ মার্চ খুলনা জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নিখোঁজ হয়েছেন দাবি করে তার স্ত্রী খুলনা সদর থানায় একটি ডায়রি করেন। সে সূত্র ধরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে রামুর তুলাবাগান এলাকার সিএনজি চালক আনোয়ার হোসেনের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

নিখোঁজ ডায়রিতে উল্লেখ করা হয়, খুলনার ডুমুরিয়া মঙ্গলকোট এলাকা থেকে মোটরসাইকেলযোগে ১৮ মাইল এলাকায় নিজ বাড়িতে ফেরার পথে সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম গত ১৮ মার্চ নিখোঁজ হন। তাকে কেউ তুলে নিয়েছিল নাকি অন্য কোনো কারণে নিখোঁজ হন সে বিষয়ে কিছু উল্লেখ করেনি ডায়রি দাতা।

রামু থানার ওসি লিয়াকত আলী জানান, নজরুলকে প্রথমে রামু থানায় হাজির করা হয়। পরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল আরো জানান, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে খুলনায় হস্তান্তর করা হবে।

তবে যার বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়েছে তার সঙ্গে নজরুলের কী সম্পর্ক বা তার ব্যাপারে কী করা হয়েছে এসব বিষয়ে কিছুই বলতে চাননি পুলিশ কর্মকর্তারা। সুত্র: জাগো নিউজ

পাঠকের মতামত

২২ টি মোবাইল টীমের মাধ্যমে উখিয়ায় স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে প্রান্তিক

তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যে তাপমাত্রায় মানুষ ঘর থেকে বের হতে ভয় পায়। সেখানে ...

টেকনাফে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্থ হতদরিদ্র পরিবার “আয়েশা” পেলেন মাথা গোছার নতুন ঠাঁই !

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন এ ঘূর্ণিঝড় ‘মোখায়’ ক্ষতিগ্রস্ত হতদরিদ্র পরিবারের কাছে তুলে দিয়েছেন সেমিপাকা ...