প্রকাশিত: ২৩/০৪/২০১৭ ৬:৫১ এএম

সেলিম উদ্দিন, ঈদগাঁও::
চকরিয়া উপজেলার খুটাখালীতে বিদ্যুৎ বিতরণে চরম বৈষম্যে চলছে। যার কারণে পল্লী বিদ্যুতের প্রতি গ্রাহকদের ক্ষোভ দিন দিন বাড়ছে। গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা ৩ দিন ধরে বাজার,ষ্টেশন ও বিভিন্ন গ্রাম এলাকায় লোডশেডিং বেশি করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এই বৈষম্য চলমান থাকার ফলে গ্রাহকরা ক্ষুদ্ধ হয়ে ডুলাহাজারা আঞ্চলিক অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড় তুলেছেন। ডুলাহাজারা আঞ্চলিক অফিস কিছু কিছু এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দিয়ে প্রায় সময়ই বিদ্যুৎ বিহীন করে রাখা হচ্ছে খুটাখালীকে। এমনতর অভিযোগ গ্রাহকসহ সংশ্লিষ্টদের।
জানা গেছে, চকরিয়া পল্লী বিদ্যুতের দুর্ণীতিবাজ কিছু কর্মকর্তা ডুলাহাজারা এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত মাসোহারা নিয়ে উল্লেখিত এলাকায় তুলনামূলক ভাবে বেশি সময় বিদ্যুৎ সরবরাহ দিয়ে থাকে। যার কারণে খুটাখালীতে বেশি পরিমাণ লোডশেডিং করে তা পুষিয়ে নিচ্ছে। বিশেষ করে খুটাখালী একই বিদ্যুৎ লাইনের অন্তর্ভুক্ত হওয়ায় ঐ লাইনেই বেশি লোডশেডিং করে ইউনিয়নকে বিদ্যুৎ বিহীন রাখা হয়।
পূর্বপাড়ার গ্রাহকরা জানান, দিন রাত মিলিয়ে ২/৩ ঘন্টাও বিদ্যুৎ সরবরাহ দেওয়া হচ্ছে না। মাইজপাড়ার কলেজ ছাত্রী ঝর্ণা জানান, ঘন ঘন লোডশেডিংয়ের ফলে ফ্রিজে রক্ষিত মাছ মাংস নষ্ট হচ্ছে, বিঘœ হচ্ছে লেখাপড়ার। ইউনিয়নের একাধিক লবণ ব্যবসায়ী জানান, গত ৩ দিন ধরে মোবাইল চার্জ দেয়ার মতোও বিদ্যুৎ দেয়া হচ্ছে না। বিদ্যুৎ বিতরণে এ বৈষম্যের ব্যাপারে ডুলাহাজারা পল্লী বিদ্যুত এরিয়া অফিস ইনচার্জ ইমরান জানান, খুটাখালীর লাইনে ঝড়ো হাওয়ার কারণে একাধিক জায়গায় বিচ্ছিন্ন রয়েছে। কিছু অংশে মেরামতের কাজ চলছে। খুব তাড়াতাড়ি লাইন চালুর ব্যবস্থা করা হবে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চাইল ৮ এপিবিএন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছে ৮ আর্মড পুলিশ ...

জামিনে মুক্তি পেলেন উখিয়ার পালংখালী ইউনিয়ন চেয়ারম্যান গফুর উদ্দিন, গ্রামে আনন্দের বন্যা

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার ...