প্রকাশিত: ৩১/১০/২০১৭ ৮:১৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৩৯ এএম

উখিয়া নিউজ ডেস্ক::bibi
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন খা‌লেদা জিয়া ভে‌বে‌ছি‌লেন কক্সবাজারে যাওয়ার পথে লাখ লাখ মানুষের ঢল নামবে। কিন্তু কোথাও জনতার ঢল দেখা যায়নি।

সোমবার বি‌কেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআর‌টিএ কার্যালয়ে এক সভা শে‌ষে তিনি সাংবা‌দিক‌দের একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ত্রাণ দি‌তে গি‌য়ে তিনি (খালেদা জিয়া) ত্রাণ সরবরা‌হের পথ বন্ধ ক‌রে দি‌য়ে‌ছেন। পু‌রো সাত দিন রাস্তা অচল ক‌রে রেখে‌ছেন।

এসময় তিনি ব‌লেন, ‘খা‌লেদা জিয়া ভে‌বে‌ছি‌লেন (কক্সবাজার যাওয়ার পথে) লাখ লাখ মানুষের ঢল নামবে। কিন্তু কোথাও জনতার ঢল দেখা যায়নি।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দাবি করেন, খালেদা জিয়া ১০ হাজার রোহিঙ্গাকে ত্রাণ দি‌য়ে‌ছেন। আর আওয়ামী লীগ দি‌নে ২০ হাজার রোহিঙ্গাকে ত্রাণ দি‌চ্ছে।

তিনি আরও বলেন, রো‌হিঙ্গা ইস্যু‌তে যখন বর্তমান সরকা‌র সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে, তখন খালেদা জিয়া ধন্যবাদ না জানিয়ে উল্টো সরকারকে ব্যর্থ বলছেন। এর বিচার জনগণই কর‌বে।

পাঠকের মতামত

সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে

ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও মিয়ানমারের মধ্যে যোগাযোগ বাড়াতে নেওয়া কৌশলগত ‘কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প’ ২০২৭ ...

ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুলের ৪০ কোটি টাকা অবরুদ্ধ

বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের ...