প্রকাশিত: ৩১/১০/২০১৭ ৮:১৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৩৯ এএম

উখিয়া নিউজ ডেস্ক::bibi
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন খা‌লেদা জিয়া ভে‌বে‌ছি‌লেন কক্সবাজারে যাওয়ার পথে লাখ লাখ মানুষের ঢল নামবে। কিন্তু কোথাও জনতার ঢল দেখা যায়নি।

সোমবার বি‌কেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআর‌টিএ কার্যালয়ে এক সভা শে‌ষে তিনি সাংবা‌দিক‌দের একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ত্রাণ দি‌তে গি‌য়ে তিনি (খালেদা জিয়া) ত্রাণ সরবরা‌হের পথ বন্ধ ক‌রে দি‌য়ে‌ছেন। পু‌রো সাত দিন রাস্তা অচল ক‌রে রেখে‌ছেন।

এসময় তিনি ব‌লেন, ‘খা‌লেদা জিয়া ভে‌বে‌ছি‌লেন (কক্সবাজার যাওয়ার পথে) লাখ লাখ মানুষের ঢল নামবে। কিন্তু কোথাও জনতার ঢল দেখা যায়নি।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দাবি করেন, খালেদা জিয়া ১০ হাজার রোহিঙ্গাকে ত্রাণ দি‌য়ে‌ছেন। আর আওয়ামী লীগ দি‌নে ২০ হাজার রোহিঙ্গাকে ত্রাণ দি‌চ্ছে।

তিনি আরও বলেন, রো‌হিঙ্গা ইস্যু‌তে যখন বর্তমান সরকা‌র সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে, তখন খালেদা জিয়া ধন্যবাদ না জানিয়ে উল্টো সরকারকে ব্যর্থ বলছেন। এর বিচার জনগণই কর‌বে।

পাঠকের মতামত

সংকট না কাটলে রোহিঙ্গা প্রত্যাবাসন অসম্ভব, আলোচনা চালাচ্ছে বাংলাদেশ

রোহিঙ্গারা বাংলাদেশ থেকে রাখাইনে ফিরলেই সমস্যার সমাধান হবে না। মিয়ানমারের ভেতরেও অনেক রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছে। ...

ডাকসুর ভিপি সাদিক ও জিএস ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নিটকতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ব্যাপক ব্যবধানে ...