প্রকাশিত: ১২/০২/২০১৮ ১০:১৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৪২ এএম

উখিয়া নিউজ প্রতিবেদক::

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবীতে উখিয়ার বিভিন্ন স্থানে পৃথক পৃথক মানব বন্ধন পালিত হয়েছে। সোমবার সকালে উখিয়া উপজেলা বিএনপি ও অংঙ্গ সংগঠনের যৌথ উদ্দ্যেগে কেন্দ্রিয় কর্মসূচী মানব বন্ধন পালন করে।

দলীয় সুত্রে জানা যায়,উখিয়ার ৮টি সাংঘগঠনিক ইউনিয়ন বিএনপির উদ্দ্যেগে হিজলিয়া ষ্টেশন, মরিচ্যা ষ্টেশন, ধুুরুমখালী, সোনার পাড়া বাজার,রত্মা পালংয়ের রুহুল্লারা ডেবা, মনখালী ও পালংখালীতে পৃথক মানব বন্ধন করা হয়। উখিয়া বিএনপির উদ্দ্যেগে হিজলিয়া ষ্টেশনে অনুষ্টিত মানব বন্ধনে বক্তব্য রাখেন উখিয়া বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোলতান মহামুদ চৌধুরী সহ বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা।

বক্তরা বলেন, বিএনপির জনপ্রিয়তা দেখে আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগের পরাজয়ের ভয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা সাজিয়ে কারাগারে রাখতে চায় । কিন্তÍু এ দেশের লক্ষ লক্ষ নেতা কর্মী ও সাধারণ জনগণ খালেদা জিয়ার পক্ষে রয়েছে।

পাঠকের মতামত

পলিথিন মজুত বা বিক্রি করলে আইনগত ব্যবস্থা: র‍্যাবের হুঁশিয়ারি

পলিথিন ব্যাগ ব্যবহার রোধে মাসব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন। এই কার্যক্রমের অংশ ...