প্রকাশিত: ৩১/০১/২০১৮ ৭:৫৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:২০ এএম

স্টাফ রিপোর্টার, রামু :
উখিয়ার কুতুপালং ক্যাম্প ছেড়ে পালিয়ে যাচ্ছে রোহিঙ্গারা। তারা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন এলাকায়। গতকাল সোমবার (২৯ জানুয়ারি) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু বাইপাস ফুটবল চত্তর বাসষ্টেশন এলাকা থেকে ১১ জন, দুপুরে ১৪ জন সহ পঁচিশ জন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ। ক্যাম্পগুলো অরক্ষিত হয়ে থাকায় আশ্রয় নেয়া রোহিঙ্গারা পালিয়ে যাচ্ছে, এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। রাতের অন্ধকারে ক্যাম্প ছেড়ে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের অনেকেই দেশের বিভিন্ন স্থানে আশ্রয় নিচ্ছে বলেও অভিযোগ উঠেছে। আটক রোহিঙ্গারা ছয় মাস আগে মিয়ানমার থেকে পালিয়ে এসে কক্সবাজারের উখিয়া উপজেলার হাকিম পাড়া রোহিঙ্গা ক্যাম্প ও কুতুপালংস্থ বিটিভি রিলে ষ্টেশন সংলগ্ন রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছিল। তারা সবাই মিয়ানমারের বুচিদং এলাকার বিভিন্ন পাড়ার বাসিন্দা।
রামু থানা ওসি (তদন্ত) এস এম মিজানুর রহমান জানায়, গতকাল সোমবার সকাল ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু বাইপাস ফুটবল চত্ত্বর বাসষ্টেশন থেকে রোহিঙ্গা যুবক ছব্বির আহাম্মদের ছেলে হাকিম (১৭), আবুল বশরের ছেলে ছানাউল্লাহ (২৫), শফিউল উল্লাহ (৩০), কামাল উদ্দিনের ছেলে নুর আলম (৩৫), নজু মিয়ার ছেলে মো. ছলিম (৩৫), আফালাতুনের ছেলে শামশুল আলম (২৭), আবুল কালাম (২০), নজির আহম্মদের ছেলে নুর মোহাম্মদ (৩৫), তার ছেলে ফরওয়াজ (১২), আলি আহম্মদের ছেলে মো. ছলিম (৪০), হোছনের ছেলে আজিজুল হককে (২২) গ্রেফতার করা হয়। সোমবার দুপুর ১ টার দিকে একইস্থান থেকে আরো ১৪ জন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান। উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে যাচ্ছিল। রামু বাসষ্টেশনের লোকজন তাদের আটক করে, রামু থানা পুলিশকে খবর দেয়। পুলিশ সকালে ও দুপুরে মোট ২৫ জন রোহিঙ্গাকে গ্রেফতার করে রামু থানার হেফজতে নেয়।
রামু বাইপাস ফুটবল চত্ত্বর থেকে গ্রেফতার রোহিঙ্গা নুর মোহাম্মদ, নুর আলম, শফিউল্লাহ গতকাল সোমবার রামু থানায় সমকালকে জানান, কাজের সন্ধানে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়েছে। তারা চাষাবাদের কাজ জানে, তাই কৃষিকাজের সন্ধানে লোহাগাড়া, কেরানিহাট, চট্টগ্রামের দিকে যাচ্ছিল। নূর মোহাম্মদ জানান, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে কাজের সন্ধানে বেরিয়েছে। ক্যাম্পে আশ্রয়, খাবার ও শীতের কাপড় তারা পেয়েছে। ক্যাম্পের খাবার গুলো তাদের খেতে মন চায় না। তাই তারা নিজেদের মত খেতে গেলে টাকার দরকার। এজন্য ক্যাম্পের বাইরে গিয়ে কোনও কাজ করতে পারলে টাকা পাবে, ওই টাকা দিয়ে নিজেদের মতো করে খেতে পারবে।

পাঠকের মতামত

ব্র্যাকের আয়োজনে ‘যুব ক্যারিয়ার ভাবনা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

যুবদের দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার তাগিদ বিশিষ্টজনদের দেশে চাকরির তুলনায় চাকরিপ্রত্যাশীর সংখ্যা ...

দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনসীমান্তে ডজনখানেক সশস্ত্র আরাকান আর্মির অবস্থান, বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়

সোমবার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির (এএ) এক সশস্ত্র সদস্য বাংলাদেশে প্রবেশ করার পর উত্তেজনাকর পরিস্থিতি ...