প্রকাশিত: ১০/১০/২০১৭ ৮:০০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২৮ পিএম

‘বড় ছেলে’ টেলিছবি নিয়ে মাতামাতি কম হয়নি। ফেসবুকে স্মরণকালের সবচেয়ে বেশি ট্রল হয়েছে এটি নিয়ে। আবারও আলোচনায় এলো টেলিছবিটি। অপূর্ব-মেহজাবিন জুটির ‘বড় ছেলে’ ইউটিউবে রেকর্ড গড়েছে। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। ঈদুল আজহায় প্রচারিত টেলিছবিটি ইউটিউবে কোটির বেশি দেখা হয়েছে। এর জন্য সময় লেগেছে এক মাস চার দিন। সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ‘বড় ছেলে’ই প্রথম ও একমাত্র নাটক/টেলিছবি যেটি কোটিবার দেখার রেকর্ড গড়ল। আর কোনো নাটক নয়, এর আগে এই মাইলফলক ছুঁয়েছে একাধিক গান-ভিডিও। ‘বড় ছেলে’র এমন সাফল্যে উচ্ছ্বসিত চরিত্রটিতে রূপদানকারী অভিনেতা অপূর্ব ও নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। আরিয়ান বলেন, ‘চিত্রনাট্য লেখার সময়ই মনে হয়েছিল দারুণ কিছু হতে যাচ্ছে। এ কারণেই টেলিছবিটির জন্য সর্বোচ্চ শ্রম ও মেধা খাটিয়েছি। এর ফল যে এত বড় কিছু আসবেÑ ভাবিনি। এই সাফল্য বাংলাদেশি নাটকের, এ সাফল্য নাটকের দর্শকের। সবার ভালোবাসায় ভবিষ্যতেও এমন কাজ উপহার দিতে চাই।’

ইউটিউবে ঝড় তোলা ‘বড় ছেলে’র মন্তব্যের ঘরে হাজার হাজার ইতিবাচক মন্তব্য। টিভিতে প্রচারের পরপরই এটি উন্মুক্ত করা হয়েছিল ইউটিউবে। ফেসবুকে টেলিছবিটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। একই সঙ্গে এতে ব্যবহৃত একমাত্র গান ‘তাই তোমার খেয়াল’-এর জন্য প্রশংসিত হচ্ছেন গায়ক মিফতাহ জামান ও সংগীত পরিচালক সাজিদ সরকার। ইউটিউবে এই গানটি উপভোগ করেছেন প্রায় ৩০ লাখ দর্শক। ‘বড় ছেলে’র চরিত্রটি সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য অপূর্বকে ‘বড় ছেলে’ তকমা দিয়েছেন ভক্তরা। অন্যদিকে ‘আদর্শ’ গার্লফ্রেন্ড হিসেবে মেহজাবিনও কম যান না। এই দুই তারকার স্মরণীয় কাজ হয়ে রইল ‘বড় ছেলে’।

পাঠকের মতামত

নায়িকা নুসরাত ফারিয়া আটক

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার বিরুদ্ধে ২০২৪ সালের ...